২০ জানুয়ারি, - TopicsExpress



          

২০ জানুয়ারি, ২০১৪ মেষ আপনার একটু সহযোগিতাতেই কারও দারুণ দিন কাটবে। আপনার জীবনের সংগ্রহ কিন্তু এটাই। বৃষ বিপজ্জনক কিছুতে জড়িয়ে পড়তে পারেন। সাবধান। মিথুন ঝামেলা ঠেকাতে হবে আজ। প্রস্তুত তো? কর্কট হৃদয়ে আজ অতর্কিত হামলা হতে পারে। হোক না! সিংহ কোনো একটা ব্যাপারে বেশ জেরবার হয়ে আছেন। আজ তা কেটে যাবে। কন্যা একধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। উতরাবেনও। তুলা চটজলদি কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে আজ। দশে দশ পাওয়া চাই। বৃশ্চিক কোনো একটা কিছু বদলে ফেলতে হবে আজ। সচেতনতা কাম্য। ধনু ঘুরে দাঁড়িয়েছেন। এবার এগোন। মকর কারও উসকানিতে উল্টাপাল্টা কিছু করে বসবেন না। আপনি নিজের কাজটিই করুন। কুম্ভ গোল বাধতে পারে। সামলাতে হবে আজ আপনাকেই। মীন সূক্ষ্ম আপত্তিটুকু স্পষ্ট হবে আজ। চেপে না রেখে ব্যাপারটা শেয়ার করুন।
Posted on: Sun, 19 Jan 2014 18:11:27 +0000

Trending Topics



Are you ready for the Answer to todays #NCLEX Mastery Question of
When I come across a prophecy of modern seers or read the

Recently Viewed Topics




© 2015