২০০৬ সাল। বাড়িতে Internet - TopicsExpress



          

২০০৬ সাল। বাড়িতে Internet ছিলনা। Cyber Cafe যেতাম প্রায় রোজ। নেশা ছিল গান Download করার। Speed ভালো থাকলে ঘণ্টায় ১০ টা মতো গান download হয়ে যেতো। আর সেই দিন খুশির শেষ থাকতোনা। তখন খুব Eddie Vedder শুনতাম। একটা Live Concert এ দেখলাম Indifference গাওয়ার সময় Eddie একটা Wine Bottle নিয়ে Ben Herper কে welcome করছে । সেই প্রথম Ben Herper শুনি । তারপর থেকে আমি ওর শ্রোতা হয়ে গ্যাছিলাম। কিন্তু আমার তখন Ben Herper এর সব Album ছিলনা কারন Cafe থেকে ওত গান download করা যেতোনা । এখন আমার কাছে Ben Herper এর সব Album আছে কিন্তু শোনা হয়না। অজুহাত সময়ের অভাব কিন্তু আসল কারনটা খুব সহজে পেয়ে গ্যাছি তাই পরে শুনলেও হয় Value কমে গ্যাছে । হয়তো আমাদের সম্পর্ক গুলো ঠিক এরকম নিজেকে Easy Available করে দিলে গুরুত্ব হারায় অন্যের কাছে।
Posted on: Tue, 19 Aug 2014 14:54:27 +0000

Trending Topics



R$ 2.000,00 –

Recently Viewed Topics




© 2015