২০১০ সালে যখন প্রথম - TopicsExpress



          

২০১০ সালে যখন প্রথম ডিএমসি ক্যাম্পাসে অাসলাম,তখন অামরা ছিলাম ক্যাম্পাসের most junior batch!!! কারো সাথে তেমন কোন পরিচয় ছিল না,ভয়েভয়ে চলতাম।ধীরে ধীরে senior batch গুলোর সাথে interaction বাড়তে লাগলো।immediate senior batch k 66 এর পর যে batch টার সাথে সবচেয়ে বেশি interaction হয়েছে তা হল k 64....ডিএমসি তে যদি কোন legendary batch থেকে থাকে,তা হল 64.এই batch এর মোটামুটি প্রায় সব ভাইদের সাথে পরিচয় অাছে,সবাই খুব friendly!!! btকিছু কিছু ভাইএর নাম না বল্লেই নয়,যেমন মুকিত ভাই,জ্যোতি ভাই,পিন্নু ভাই,তায়েব ভাই,রক্তিম ভাই, অর্নব দা,জাফর ভাই।প্রতিদিন দুপুরে খাবার পর অার সন্ধ্যার পর এদের সাথে অাড্ডা দিতাম। বিশেষ করে মুকিত ভাই আর জ্যোতি ভাই ছাড়া তো অাড্ডা ই জমতো না। বিশেষ করে worldcup সময়টা তো অামি কোনদিন ভুলবো না।রং করা,খাবার ম্যানেজ করা,পতাকা বানানো মুকিত ভাই আর তায়েব ভাই ছাড়া হত না। অথচ অাগামি ৭ তারিখ এই ভাইদের bcs চাকরির পোস্টিং দিয়ে দিবে।যে যার এলাকায় সরকারি চাকরি করতে চলে যাবে,অাপনাদের কার কেমন লাগবে জানি না,কিন্তু অামার অাপনাদেরকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। এত বছরের মায়া ত্যাগ করে থাকতে পারবেন ভাই????? হয়ত একদিন অাপনাদের মত অামাদের অ চলে যেতে হবে।এটাই বাস্তব!!! কিন্তু মাঝে মাঝে বাস্তবতা মানতে কষ্ট হয়।তবু মেনে নিতে হবে,ভাল থাকেন ভাইরা,আর অামাদের জন্য দোয়া কইরেন।।।।
Posted on: Thu, 31 Jul 2014 17:43:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015