২০১৩ সালের অন্যতম সেরা - TopicsExpress



          

২০১৩ সালের অন্যতম সেরা একটা হলিউড মুভি ছিল HER, সেই মুভিতে নায়ক একটা operating system এর প্রেমে পড়ে যেটা artificial intelligence সমৃদ্ধ। সেই operating system কে ডিজাইন করা হয়েছিল adapt and evolve করার জন্য, কণ্ঠ ছিল Scarlett Johansson এর যা একই সাথে রিফ্রেশিং আর আকর্ষণীও! সেরকম না হলেও বর্তমানে কিছু অ্যাপ আছে যেগুলো এ ধরনের কাজ করতে পারে, কিন্তু আমার দেখা মতে সবচেয়ে এগিয়ে আছে Microsoft এর Cortana। এটা এমনকি অ্যাপল এর সিরির চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন আর এর কণ্ঠটাও চরম। ভয়েস রিকগনিশন এর মাধ্যমে যেভাবে কাজ করার ক্ষমতা দেখলাম তাতে বলাই যায় যে, ভবিষ্যৎ তো এখনই! এই ভিডিওটা দেখেন, এই নোকিয়া ফোনটা আর Cortana দুইটাই আমার পছন্দ হইসে! :) https://youtube/watch?v=tQFrd6SEiLM&list=UUZPiiUjDlrBv4jiiRqk5dSA
Posted on: Tue, 12 Aug 2014 16:35:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015