২০১৪-২০১৫ সেশনের - TopicsExpress



          

২০১৪-২০১৫ সেশনের স্নাতক/বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ০৬-০৭ নভেম্বর, ২০১৪ ইং তারিখে যবিপ্রবির ২০১৪-২০১৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ০১-সেপ্টেম্বর-২০১৪ হতে ৩০-সেপ্টেম্বর-২০১৪ পর্যন্ত। উল্লেখ্য যে, যবিপ্রবি ও আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়। just.edu.bd/index.php/admission/106-undergraduate-admission JUST - Undergraduate Admission 2014 Jessore University of Science and Technology just.edu.bd|By JUST Admin
Posted on: Wed, 09 Jul 2014 16:27:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015