২০৪৫ সালের পর থেকে - TopicsExpress



          

২০৪৫ সালের পর থেকে মানুষ আর মরবে না...!!! সত্যিই কি মানুষ অমর হতে পারবে?? কয়েক বছর আগে টাইম ম্যাগাজিন একটা প্রতিবেদন করেছিলো-- 2045 the year-Man becomes immortal সেখানে বলা হয়েছে, থিওরি অফ সিঙ্গুলারিটি মতে, মানুষ ও যন্ত্র এই দুইয়ে মিলে এক হয়ে যাওয়া সম্ভব। আমাদের সমস্ত চিন্তাজগতটাকেই স্ক্যান করে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া সম্ভব। তখন মানুষ কৃত্রিমভাবে কিছু সফটওয়্যারের মাধ্যমে বেঁচে থাকবে চিরকাল... এই ২০৪৫ সালের ডেডলাইনকে সামনে রেখে মানুষের মৃত্যুকে জয় করার জন্য কাজ করে যাচ্ছে বিখ্যাত সব বিজ্ঞানীরা। গুগলের স্পন্সরে মহাকাশ গবেষনা প্রতিষ্ঠান নাসা তৈরি করেছে সিঙ্গুলারিটি ইউনিভার্সিটি। ছোটবেলায় টিভিতে বিভিন্ন মেগা সিরিয়াল বা মুভিতে দেখেছি মানুষ অমরত্ব পাওয়ার আশায় খুঁজে চলছে কোন এক রত্নপাথর... কেউ কেউ আবার অমরত্বের আশায় খুঁজছে অমৃত সুধা... কখনও দেখেছি সাধু সন্ন্যাসী হয়ে গহীন জঙ্গলে ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে.... কখনও বা দেখেছি যাদুবিদ্যার মাধ্যমে আয়ত্ত্ব করার চেষ্টা করছে অমরত্বকে... হলিউডের মুভিগুলোতে বা সায়েন্স ফিকশনে দেখা যায়, অমরত্বের জন্য কত কত অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার... কত কত অবাস্তব-অসম্ভব কল্পনা.... মৃত্যুকে জয় করার প্রচেষ্টা মানুষের বহুকালের। তবে এইসব রত্নপাথর বা অমৃত সুধাই হোক, অথবা থিওরি অফ সিঙ্গুলারিটিই হোক... মৃত্যুকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কারন, চিরন্তন সত্য হচ্ছে-- মানুষ মরণশীল। তবে....... Man is mortal... but, ones creativity can make him immortal. হুম... একমাত্র মানুষের সৃষ্টিশীলতাই মানুষকে অমরত্ব দান করতে পারে। যুগে যুগে বহু মনিষী এসেছেন, যারা মারা গিয়েছেন বহু আগেই, তবুও তাদের সৃষ্টির মাধ্যমে বেঁচে আছেন মানুষের হৃদয়ে। আজ ২৭ শে আগস্ট.... জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৩৮ তম মৃত্যুবার্ষিকী আজ। যিনি তার সুনিপুণ শব্দচয়ন আর অসাধারণ লেখনশৈলীর মাধ্যমে আজও বেঁচে আছেন বাঙ্গালী জাতির হৃদয়ে.... থাকবেন চিরকাল.... এটাই সত্যিকারের অমরত্ব.... আমাদের সবারই দৃঢ় প্রত্যয় হওয়া উচিৎ নজরুলের এই বানী-- আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে...
Posted on: Wed, 27 Aug 2014 10:44:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015