২১ বছর বয়সে তিনি - TopicsExpress



          

২১ বছর বয়সে তিনি ব্যবসায়ে লস করেন। ২২ বছর বয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন। ২৩ বছর বয়সে আবারও ব্যবসায়ে লস করেন। ২৬ বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে । ২৭ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়। ৩৪ বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান। ৪৫ বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান। ৩৭ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো। ৪৯ বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন। এবং ৫২ বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। এতগুলো হারের পরও যিনি কখনো ভাবেন নি, রাজনীতি আমার জন্যে নয়। আর তাইতো তিনি হতে পেরেছিলেন আমেরিকার সর্বকালের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন। Emran *#
Posted on: Sat, 29 Jun 2013 06:56:00 +0000

Trending Topics



ft:0px; min-height:30px;"> Oh, my goodness--how do I thank all of you amazing, authors and
≡SЯБ≡ R‹₰›T⋟Λ⋞R pda UNITY was just iced by MIRLO
kNfagezzb2gfpvqv
One last thing... Dont worry. Youll know when God is speaking
Kenyans are being entertained to official arrogance spearheaded by
Dear BOMU! Piracy its very easy to curb,we jst have to move ryt

Recently Viewed Topics




© 2015