২২তম জন্মদিন।।। খুব confusion - TopicsExpress



          

২২তম জন্মদিন।।। খুব confusion এ ছিলাম, দিনটা কি আব্বু আম্মুর সাথে কাটাতে পারব কি না। অবশেষে পারলাম, কিন্তু শুধু দিনটাই রাতটা আর থাকা হল না। সময়ের টানে,জীবনের প্রয়োজনে চলে যেতে হচ্ছে সেই কর্মব্যস্ত Cmc campus..এ। অনেক শক্ত হয়ে গিয়েছি, এখন আর আগের মত চোখ দিয়ে পানি আসে না, তবে বুকের ভিতরের চাপা ভাবটা এখন ও খুব কষ্ট দেয়। কাল রাত ১২টা থেকেই frnd, relatives দের একের পর এক phn আর sms এ wish মনটাকে এক অকৃত্রিম ভালবাসায় সিক্ত করে রেখেছিল। fb..তে শতাধিক frnd.. এর wish এর অনুভুতিটা মুখে না হয় নাই বললাম। এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট, শূন্যতা পিছু তাড়িয়েছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিনটাকে special করার জন্য। সবার কাছে মন থেকে দোয়া চাই যেন একটা ভাল মানুষ হতে পারি, এটাই সবার পক্ষ থেকে আমার জন্মদিনের উপহার। @@@@সবাইকে অসংখ্য ধন্যবাদ@@@@
Posted on: Fri, 08 Aug 2014 17:30:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015