২৪ নভেম্বর থেকে কবি - TopicsExpress



          

২৪ নভেম্বর থেকে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ক্যাম্পাস ডেস্ক: ২৪ নভেম্বর থেকে শুরু হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলবে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। টেলিটক অপারেটর দ্বারা মোবোইলে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ‘এ’ ইউনিটে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ। ‘বি’ ইউনিটে রয়েছে সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগ। ‘সি’ ইউনিটে রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ। ‘ডি’ ইউনিটে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। অর্থনীতি এবং লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ নিয়ে ‘ই’ ইউনিট গঠন হয়েছে। এ ছাড়াও ভর্তির সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jkkniu.edu.bd) থেকে পাওয়া যাবে। - See more at: campusnews24/content/news/3038#sthash.29SXFyA6.dpuf
Posted on: Mon, 16 Sep 2013 10:53:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015