২৫ অক্টোবর বোমা - TopicsExpress



          

২৫ অক্টোবর বোমা দিবস! =========== ২৫ অক্টোবরকে সামনে রেখে বিএনপি নেতারা ধীরে ধীরে তাদের রণকৌশল ফাঁস করে দিচ্ছেন। রণহুংকারের অংশ হিসেবে সোমবার কর্মীদের দা-কুড়াল নিয়ে আসার নির্দেশ দিয়েছেন সাদেক হোসেন খোকা। আজ মঙ্গলবার একটু ঘুরিয়ে যুদ্ধের নতুন অস্ত্রপাতির কথা বলেছেন রুহুল কবির রিজভী। ২৫ অক্টোবরের সমাবেশে যে বিএনপি কর্মী আর ‘সাধারণ মানুষ’রা আসবেন তাদের ‘পদাতিক বাহিনী’ বলেছেন তিনি। অতীত অভিজ্ঞতা বলে, এরকম সমাবেশের আগে সরকার পরিবহন ব্যবস্থা অচল করে দেয়। এবারও তাই হলে ‘সাধারণ মানুষ’ কি করবেন সেটা নিশ্চিত না হলেও জান পণ করা কিছু বিএনপি আর জামায়াত-হেফাজত কর্মী যে পায়ে হেঁটেই সমাবেশে চলে যাবেন তা নিশ্চিত। সুতরাং রিজভী যদি তাদের ‘পদাতিক বাহিনী’ (Infantry) বলেন তাহলে দোষের কিছু নেই। কিন্তু এর পরের কথাটা ভয়ংকর। তার কথা অনুযায়ী ওই ‘পদাতিক বাহিনী’ পরিণত হবে ‘গোলন্দাজ বাহিনী’তে। `গোলন্দাজ বাহিনী (Artillery) মানে যারা কামানসহ ভারী অস্ত্র থেকে গোলা ছুঁড়ে যুদ্ধে অংশ নেয়। এখন রিজভীর কথা অনুযায়ী বিএনপি কর্মীরা যদি ‘গোলন্দাজ বাহিনী’ হয়ে যায় তাহলে তারা যেহেতু প্রকাশ্যে কামানের মতো ভারী অস্ত্র নিয়ে আসতে পারবেন না, তাই তাদের সামনে একমাত্র বিকল্প বোমাসহ সমাবেশে আসা, তারপর বোমাবাজিতে ঢাকা অচল করে দেওয়া। সেই ইঙ্গিতও অবশ্য দিয়ে রেখেছেন রিজভী। বলেছেন, কর্মীদের হাতে যা থাকবে তাই দিয়ে প্রতিরোধ। রিজভীর হাতে সবসময় লাঠি থাকে, কিন্তু ‘আনঅফিশিয়াল’ ‘গোলন্দাজ বাহিনী’র কাছে বোমা ছাড়া আর কী থাকতে পারে! ২৫ অক্টোবর কি তাহলে ‘বোমা দিবস’ দেখতে যাচ্ছে বাংলাদেশ?
Posted on: Tue, 15 Oct 2013 08:08:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015