৩ টাকার বিদ্যুত ১০ টাকা - TopicsExpress



          

৩ টাকার বিদ্যুত ১০ টাকা হয়েছে কিছু বলিনি। ১৬ টাকার কেরাসিন ৮৪ টাকা হয়েছে কিছু বলিনি। ১২ টাকার চাউল ৫২ টাকা হয়েছে কিছু বলিনি। গুম, খুনের দেশে পরিনিত হয়েছে দেশ, কিছু বলিনি। সন্ত্রাস, চাদাবাজে পুরে গেছে দেশ, চেয়ে আছি কিছু বলবনা। মা, বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি তবুও চুপ আমি। প্রশ্নপত্র ফাসে দেশের মেধা শূন্য হচ্ছে তবুও কিছু বলিনি। ঘরে ঘরে চাকুরি দেওয়ার কথা ছিল চাকুরি চাইনি । ২৫০ টাকার গ্যাস ১০০০টাকা হচ্ছে তবুও জবাব তুলিনি। কিন্তু আজ থেমে থাকতে পারিনি ।যখন দেশে ইসলামী আন্দোলনের উপর আক্রমন এবং বিশ্বের সবচেয়ে পরিচিত, বাংলাদেশের ঐতিহ্য সুন্দর বন ধ্বংস হতে যাচ্ছে । আর বাঘটির দিকে তাকিয়ে নিজকে সামলাতে পারিনি । তথ্যপ্রযুক্তির কথা সারা বছর শুনেছি কিন্তু আজ সে তথ্যপ্রযুক্তি কোথায়?? দেশ থেকে যদি আরো কিছু চেয়ে নিতে হয় তাহলে নিন তবুও বাহির থেকে ক্যামিক্যাল নিয়ে এসে তৈল ধ্বংস করুন । বাঘ বাচান , সুন্দরবন বাচান, বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখুন । এবং ইসলামের শত্রু লীগ কে প্রতিহত করুন ।
Posted on: Tue, 23 Dec 2014 16:35:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015