"৩ মাস পর পর রক্তদান" - কেন - TopicsExpress



          

"৩ মাস পর পর রক্তদান" - কেন এবং তা কতোটা নিরাপদঃ- রক্তদানের একটা বিষয়ে প্রায়ই বিব্রত হই। অনেক সচেতন মানুষদের ধারনা ৪ মাসের আগে রক্ত দেয়া উচিৎ না। কেন? কারন একটা প্রচলিত জ্ঞান সবার মধ্যে রয়েছে, তা হলো আমাদের শরীরে যে সকল রক্ত কনিকা রয়েছে তা ৩/৪ মাস পর পর নষ্ট হয়ে নতুন কনিকা জন্ম নেয়। কিন্তু এটাতো সবার বেলাতেই প্রযোজ্য। রক্ত দেন বা না দেন ৩/৪ মাস পর এমনিতেই নতুন রক্ত কণিকা তৈরী হবে। আর যদি আপনি রক্ত দেন তাহলে আপনার শরীরের ৫-৬% রক্ত কনিকার ঘাটতি হবে। যদি মনে করেন এই ঘাটতি পূরন হতে ৩/৪ মাস সময় লাগবে তাহলে আপনার ধারনা ভুল।কারন রক্তদানে হারানো রক্ত কণিকা নতুন করে জন্ম নিতে শুরু করে। রক্ত কণিকারএই ঘাটতি পূরন হতে সময় লাগে গড়ে ৬ সপ্তাহ। অর্থ্যাৎ রক্তদানে আপনি যে, ৫-৬% রক্ত কণিকা হারিয়েছিলেন তা দেড় মাসেই ফেরত পাচ্ছেন। বলাই বাহুল্য রক্ত দেয়ার ২৪ ঘন্টার মধ্যেই মোট রক্তের জলীয় অংশ পুরন হয়ে যায়। এই কারনে আমেরিকান রেড ক্রসের নিয়ম অনুযায়ী একজন পুরুষ ৮ সপ্তাহ অর্থ্যাৎ ৫৬ দিন বা দুই মাস পর পর রক্ত দিতে পারবে। মহিলাদের বেলায় ৩ মাস। সেই হিসেবে ৩ মাস পর পর রক্ত দেয়ার বিষয়টা কতোটা অযৌক্তিক বলে মনে করেন? একই ভাবে বয়সের বেলায়ও বলা হয় ১৮+ না হলে দেয়া যাবে না। এই ধারনাও ভুল। ১৭ বছর বয়সেই একজন সুস্থ্য মানুষ রক্ত দিতে পারে যদি তার ইচ্ছা এবং রক্তদানের বাকী যোগ্যতা গুলো থাকে। এখন বলতেই পারেন, আপনি কি বেশী জানেন নাকী? অনেক ডাক্তাররাই তো বলে ৪ মাস আগে আর ১৮+ না হলে রক্ত দেয়া যাবে না। হ্যা আমি বেশী হয়তো জানি না। কিন্তু এমন ডাক্তারও দেখেছি যারা বলেন ২০/২২ বছরের আগে রক্ত দেয়া যাবে না , তবে সব ডাক্তাররা এমনটা বলেন না। । আর উপরের কথা গুলো আমার মন গড়া নয়।যে নিয়ম " আমেরিকান রেড ক্রস" আনুসরন করে সে নিয়ম নিশ্চই কোন চিকিৎসকদের গবেষনা ছাড়া তৈরী হয় নি। আর আমাদের পার্শবর্তী দেশ ভারতেও রক্তদানের বিজ্ঞাপনে ৩ মাস শব্দটি ব্যাবহার করে। Information sources : querycat/question/475225351416d1f3e62d302fac0b1641 chapters.redcross.org/br/northernohio/INFO/eligibility.html redcrossblood.org/donating-blood/eligibility-requirements
Posted on: Fri, 16 Aug 2013 10:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015