৩য় ম্যাচ-ডে তে আবার আমরা - TopicsExpress



          

৩য় ম্যাচ-ডে তে আবার আমরা ফিরে আসলাম আপনাদের আল্টিমেট এসি মিলান প্রেডিকশন কন্টেস্ট প্রেডিক্ট অ্যান্ড উইন নিয়ে। আজকের ম্যাচঃ এসি মিলান বনাম জুভেন্টাস জিততে হলে কি করতে হবে? খুব সহজ, শুধু ৩টা প্রশ্নের আপনার প্রেডিকশন এখানে কমেন্ট হিসেবে লিখতে হবেঃ (১) আজকের ম্যাচ কে জিতবে? (২) ম্যাচের স্কোর কি হবে? (৩) আজকে প্লেয়ার অব দ্যা ম্যাচ কে হবে? * *হুস্কোরড ডট কমের রেটিং থেকে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্ধারন করা হবে। প্রতিদিন ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে কন্টেস্ট বন্ধ হবে, আজকের শেষ সময় রাত ১২-৩০ মিনিট। সর্বপ্রথম সঠিক প্রেডিক্টশন যিনি করবেন তার জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি স্পেশাল এসি মিলান ব্যাজ এবং মোবাইল রিচার্জ। সর্বপ্রথম সঠিকভাবে অনুমানকারীকেই বিজয়ী হিসেবে বিবেচনা করা হবে। কোনরকম এডিট করা কমেন্ট গ্রহনযোগ্য হবে না। AC Milan Bangladesh is back again with the ultimate PREDICT & WIN Contest (MatchDay-3). Tonights match: AC Milan vs Juventus All you have to do is to comment your prediction on: (1) Who will win tonights match? (2) What will be the final scoreline? (3) Who will be the Player-of-the-Match? * * WhoScored rating will be followed for determining the player-of-the-match. The last time to comment your prediction is 15mins before the match starts, so its 12.30AM tonight. There will be a special AC Milan badge for the winner. The person who predicts all 3 questions correctly first will be considered as winner. NO edited comments will be considered valid for this contest. Official Sponsor for this contest: X Bow Accessories Happy predicting! Happy winning! #ACMILANBD #WEAREACMILAN
Posted on: Sat, 20 Sep 2014 04:50:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015