৩২ লাখ টাকা ছিনতাইয়ের - TopicsExpress



          

৩২ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, এসআইসহ ৩ পুলিশ আটক ব্যবসায়ীর ৩২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার এসআই কাইয়ুমসহ ৩ পুলিশ সদস্য। গতকাল দুপুরে পুরান ঢাকার তাঁতীবাজারের একটি বাড়িতে অভিযানের নামে অর্থ লুটের চেষ্টার অভিযোগে বংশাল থানা পুলিশ তাদের আটক করে। অপর দু’জন হলেন কনস্টেবল আলমগীর হোসেন ও আবুল খায়ের। অভিযোগ উঠে, হুন্ডির টাকা উদ্ধারের কথা বলে তারা ওই বাড়িতে অর্থ লুটের চেষ্টা চালান। এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবদুল কুদ্দুস ফকির তাদের আটকের কথা স্বীকার করেন। বলেন, কাইয়ুমের নেতৃত্বে তারা তাঁতীবাজারের একটি বাসায় অভিযান চালাতে গিয়েছিলেন। ঘটনাস্থল যেহেতু কোতোয়ালি থানায় তাই তাদের সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। এর আগে বেলা আড়াইটায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বংশাল থানায় তাদের জিজ্ঞাসাবাদ করেন। পুুলিশ জানিয়েছে, ক্যান্টনমেন্ট থানার এসআই কাইয়ুমের নেতৃত্বে দুই পুলিশ সদস্যের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে তাঁতীবাজারে শিবলু নামের স্বর্ণ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখান থেকে তারা শিবলুকে একটি বাসায় নিয়ে যায়। এ সময় ওই ব্যবসায়ীর আমান ও নজরুল ইসলাম নামে দুই কর্মচারী, ব্যবসায়ী শিবলুর প্রায় ৩২ লাখ টাকা নিয়ে কেরানীগঞ্জের বাসায় যাচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ভর্তিব্যাগ দুটি কেড়ে নেয়। ব্যবসায়ী শিবলু এ সময় ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে চিৎকার দিলে এলাকাবাসী তাদের আটক করে। এদের মধ্যে এক পুলিশ সদস্য মানুষের জটলা দেখে এগিয়ে গেলে তাকেও আটক করে এলাকাবাসী। পরে তাকে অবশ্য ছেড়ে দেয় বংশাল থানা পুলিশ। এ বিষয়ে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, আটক তিন পুলিশ সদস্যকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় ছেড়ে দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ী শিবলু ও তার দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ জন্য ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হবে। তবে ঘটনাস্থল কোতোয়ালি থানা এলাকায় হওয়ায় ওই থানায় মামলা দায়ের করা হবে। ব্যবসায়ী শিবলু জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের টাকা ব্যাংক বন্ধ থাকার কারণে তিনি তার কেরানীগঞ্জের বাসায় টাকাগুলো পাঠানোর জন্য ওই দুই কর্মচারীকে পাঠিয়েছিলেন। টাকা পাঠানোর সংবাদ পেয়ে পুলিশের ওই তিনজন তাকে ও তার কর্মচারীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এদিকে ওই সময় বংশাল থানা পুলিশ আটক পুলিশ সদস্যদের মধ্যে এসআই আবদুল কাইয়ুমের সরকারি ইস্যু করা পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করে।
Posted on: Sun, 06 Oct 2013 09:16:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015