৪ কেন্দ্র দখল করে, ২ - TopicsExpress



          

৪ কেন্দ্র দখল করে, ২ কেন্দ্রের ফলাফল উল্টিয়ে বিএনপির সাথে আওয়ামীলীগ সমঝোতা করে জামায়াতকে হারিয়েছে। :-( বিএনপি ১ম, সমজোতাকারী আওয়ামী বিদ্রোহী দ্বিতীয়, আমরা তৃতীয় আর মুল আওয়ামী লীগ ৪র্থ। জামায়াত ২১৯১ ভোট পেয়েছে। আর জয় পরাজয় নির্ধারন হয়েছে ২০৪ ভোটের ব্যবধানে। জিততে না পারলে বাঘের মত লড়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী। আল্লাহ তাকে আরো বেশী তাওফীক দিন এবং কল্যানমুখী রাখুন। গ্রেফতার-জেল-জুলুমের রক্তচক্ষু উপেক্ষা করে পালিয়ে বেড়িয়ে কাজ করতে হয়েছে জামায়াতের কর্মীদের। আল্লাহ তাদের কাজকে কবুল করুন। ক্ষমতা আমদের লক্ষ্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই কাম্য। সেদিকেই আমাদের দৃষ্টি।
Posted on: Sun, 30 Jun 2013 03:09:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015