৪ বন্ধু হোটেলে বসে - TopicsExpress



          

৪ বন্ধু হোটেলে বসে বিয়ার খাচ্ছে। হঠাৎ টেবিলে রাখা মোবাইল বেজে উঠল। চিন্টু : হ্যালো ৷ মেয়ে : জানু আমি মার্কেটে আসছি৷ আমি ৫০,০০০ টাকার ১টা গোল্ড সেট নেই ? চিন্টু : হা জানু নাও৷ মেয়ে : সিল্কের একটা শাড়ী দেখলাম মাত্র ৫০০০ টাকা৷ চিন্টু : ১টা না ২/৩ টা নাও৷ মেয়ে : Darling তোমার ATM card আমার কাছে ৷ ঐখান থেকেই খরচ করছি কিন্তু ? চিন্টু : আবার বলতে হয়৷ তোমার আর আমারতো একই কথা৷ বন্ধুরা : কিরে শালা মাল খাইয়া টাল হইয়া গেছস নাকি আমাগো বড়লোকি দেখাইতাছ। চিন্টু : আরে এইসব বাদ দে৷ আগে বল এই মোবাইলটা কার? কিছু বুঝলেন? ঘটনা বুঝলে লাইক দিন :D
Posted on: Sat, 02 Nov 2013 05:44:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015