৭১ এর এই দিনটাতেই লাঠি ভর - TopicsExpress



          

৭১ এর এই দিনটাতেই লাঠি ভর দিয়ে দাঁড়াতে পেরেছিলাম, যদিও কচি পায়ের গোড়ালির ক্ষতটা তখনো রক্তাক্ত ছিল। সামনে হাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন দুই মুক্তিযোদ্ধা চাচ্চু। টলমলে দুকদম ফেলতেই পড়ে যাওয়ার আগে ঝাঁপটে ধরে বুকে আগলে নিয়েছিলেন তাঁরা। তার পর মা তাঁদেরকে ঠান্ডা ভাত আর বাসি তরকারি দিয়ে খাওয়ালেন। অদুরে বসে বাবা রোদ পোহাচ্ছিলেন। খাওয়া শেষে তাঁরা দুজন আমার মা ও বাবাকে সালাম করে ভেজা চোখে নিজ ঠিকানার উদ্দেশ্যে চলে গেলেন। এর পর তাঁদের সাথে আর কখনো দেখা হয়নি। যাদেরকে আমি এখনো খুব মিস করি। হে আল্লাহ! আমাদের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তুমি তাঁদেরকে জান্নাত দান কর। আর যারা মান দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও তুমি উত্তম প্রতিদান দাও। এবং আমার ঐ দুজন মুক্তিযোদ্ধা চাচ্চু, জানিনা কোথায় আছে, বেঁচে না মরে। তাঁরা যেখানেই থাকুক না কেন, তুমি তাঁদেরকে দুনিয়া ও আখারাতের কল্যাণ দাও।
Posted on: Mon, 15 Dec 2014 22:36:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015