# ৯ সেপ্টেম্বর - TopicsExpress



          

# ৯ সেপ্টেম্বর ২০১৩# ------------------- খবরঃ উত্তর প্রদেশে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ২১ - ইত্তেফাক ভারতের উত্তর প্রদেশে হিন্দু-মুসলিম দাঙ্গায় নিহত ২৬ -bdtoday ------------------- #( এক মাস আগে ভারত-শাসিত কাশ্মীরের কিশতওয়ারে মুসলিমবিরোধী দাঙ্গা হয়েছিল। মাত্র দু’সপ্তাহ আগে এই উত্তর প্রদেশেই বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যা যাত্রাকে কেন্দ্র করে ছড়িয়েছিল সাম্প্রদায়িক উত্তেজনা। তারপর মুজাফফরনগরের এই পরিস্থিতি কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দুশ্চিন্তায় ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সাধারণ নির্বাচন সামনে রেখে মুসলিমবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। হিন্দু মৌলবাদী দল বিজেপি মুসলিমবিরোধী দাঙ্গা লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করতে পারে। আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঠক, একটু লক্ষকরে দেখুন, এই খবরটি ভারতের কোন মিডিইয়ায় ফলাও করে আসেনি। সেখানে কিন্তু সুশীলরা এই ইস্যুতে দেশ তোলপাড় করছেনা। সেখানে কেউ ধর্মভিত্তিক দল বিজেপি নিষিদ্ধ করতে বলছেনা। কংগ্রেসের উপর আস্থা হারালেই তারা এই ধর্মভিত্তিক উগ্র সাম্প্রদায়িক দল বিজেপিকে আবার ক্ষমতায় বসাবে। এই হল তাদের ধর্ম নিরপেক্ষতার নমুনা । তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি পরত্রিকা এই খবরটি এড়িয়ে গেছে। )# ------------------- খবরঃ ভারতের উত্তর প্রদেশে হিন্দু-মুসলিম দাঙ্গায় নিহত ২৬ -bdtoday, ৯ সেপ্টেম্বর ২০১৩ ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরে সাম্প্রদায়িক দাঙ্গায় গত দু’দিনে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে রবিবার নিহত হয়েছে ১৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুজাফফরনগর ও আশপাশের জেলাগুলোয় শনিবার থেকেই কারফিউ জারি করা হয়েছে, টহল দিচ্ছে ৮০০ সেনা সদস্য। তারা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। পুরো প্রদেশেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এক মাস আগে ভারত-শাসিত কাশ্মীরের কিশতওয়ারে মুসলিমবিরোধী দাঙ্গা হয়েছিল। মাত্র দু’সপ্তাহ আগে এই উত্তর প্রদেশেই বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যা যাত্রাকে কেন্দ্র করে ছড়িয়েছিল সাম্প্রদায়িক উত্তেজনা। তারপর মুজাফফরনগরের এই পরিস্থিতি কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দুশ্চিন্তায় ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সাধারণ নির্বাচন সামনে রেখে মুসলিমবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। হিন্দু মৌলবাদী দল বিজেপি মুসলিমবিরোধী দাঙ্গা লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করতে পারে। আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তর প্রদেশে দাঙ্গায় উসকানির জন্য হিন্দুত্ববাদী বিজেপির চারজন সংসদ, একজন কংগ্রেস নেতাসহ ৪০ জনের নামে মামলা করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল সতর্ক করে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত ৪৫১টি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। গত বছর দাঙ্গা হয়েছিল ৪১০টি। ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় মূলত সংখ্যালঘু মুসলমানরাই মারা যায়। রাজধানী দিল্লি থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে মুজাফফরনগর আখচাষের বিরাট একটি কেন্দ্র। কৃষিপ্রধান এই জেলায় হিন্দু ও মুসলিম জনসংখ্যাও প্রায় সমান সমান। গত ২৭ আগস্ট এই জেলার কাওয়াল গ্রামে তরুণীদের বিরক্ত করার ঘটনাকে কেন্দ্র করে তিন যুবকের মৃত্যু হয়। এর মধ্যে একজন মুসলিম ও দু’জন ছিলেন হিন্দু। তখন থেকেই সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। শনিবার জেলা সদরে হিন্দুদের এক সমাবেশ বা মহাপঞ্চায়েতের পর তা চরম সহিংস রূপ নেয়। এ দিন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে মারা যান কমপক্ষে ১২ জন। তবে এখনও অনেকে নিখোঁজ। জেলা প্রশাসনই স্বীকার করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উত্তেজনার তীব্রতা এখনও এতটাই যে জেলা প্রশাসন নতুন করে আবার দাঙ্গা-হাঙ্গামার সম্ভাবনা নাকচ করতে পারছে না। উত্তর প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী আজম খান বলেছেন, শনিবারের বৈঠকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজনাকর বক্তব্য দেয়া হয়েছে। তাদের ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর খবর আগেভাগে জানা থাকা সত্ত্বেও শনিবারের সংঘর্ষ ও প্রাণহানি কেন ঠেকানো গেল না, উত্তর প্রদেশের রাজ্য সরকারকে এখন সেই প্রশ্নের মুখে পড়তেই হচ্ছে। উত্তর প্রদেশের গভর্নর বিএল জোসি দাঙ্গার জন্য রাজ্য সরকারকে দায়ি করে বলেছেন, রাজ্য সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি চিরাচরিতভাবে মুসলিম ভোট পেয়ে থাকে বলে ধারণা করা হয়। মুজাফফরনগরে দাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, এই ঘটনায় দোষীদের সাজা হবেই। bdtoday.net/newsdetail/detail/200/46018 ittefaq.bd/index.php?ref=MjBfMDlfMDlfMTNfMV8yXzFfNjk5NDE=
Posted on: Mon, 09 Sep 2013 06:07:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015