৯০ এর গনঅভ্যুথ্যানের - TopicsExpress



          

৯০ এর গনঅভ্যুথ্যানের আগের কথা : হু:ম: এরশাদ তখন দেশের প্রেসিডেন্ট , উনি রাষ্ট্রিয় সফরে গেসে ফ্রান্স ! সেখানে কুটনৈতিক আলোচনা শেষ হলে দুই দেশের নেতৃত্বস্থানীয়রা গল্পগুজবে মেতে উঠলেন এবং গল্পের এক ফাকে ফ্রান্সের কয়েকজন সরকারী উচ্চপদে দায়ীত্ব পালন কারি ব্যাক্তি এরশাদ সাহেবে কাছে প্রশ্ন করলেন : how is sultan ? এরশাদ সাহেব বললেন : who is sultan ? ফ্রান্সের মাতবর লোকেরা বললেন : dont you know sultan ???!!!!!!!! we every one know him !!!!! he is a world famous artist !!!!!!!!!!!!!! এরপর এরশাদ সাহেব দেশে পাত্তা লাগাইলেন : সুলতান ক্যাডায় ? ছপি টপি আঁকে ! খবর বের হলো নড়াইল শহরে মোটামুটি তিনবেলা খেতে না পাওয়া এস এম সুলতানই স্যারই সেই সুলতান !!!!! বাংলাদেশে তার হাতে ছবি আঁকার হাতেখড়ি পাইসে যেসব শিল্পি তারা তাকে দাদু বলে ডাকতো ! তার মৃত্ত্যুর পর তারা তাকে স্যার বলে ডাকে , এটি একটি রহস্য । এমন আরও একটি রহস্য হলো তার ছবিগুলোর ম্যাটেরিয়াল গুলো আসলে কি তা এখনও কেউ আবিষ্কার করতে পারেনি ! গতকাল রাতে ভুত এফ এম এর আরজে রাসেল এর সাথে আড্ডার কিছু অংশ :) রুপম শাহরিয়ার
Posted on: Sat, 27 Sep 2014 20:54:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015