৯৫ টা প্রশ্নের - TopicsExpress



          

৯৫ টা প্রশ্নের সল্যুশন। ৮৩ টা প্রশ্ন মনে করে লিখেছেন Farhan Ahmed Shuvo । আমি আর কয়েকটা যোগ করে উত্তরগুলো দিয়ে দিলাম। সোর্স মোটামুটি নির্ভরযোগ্য। বি.দ্র কনফিউশন বা ভুল থাকতে পারে। ১। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? (৭ এপ্রিল)২। ২০১৪ শালে চিকিৎসায় নোবেল পেয়েছেন কতজন? (৩ জন) ৩। Termination মানে কি?( To end ) ৪। Without issue মানে কি? (Childless) ৫। অ্যামোনিয়ার বন্ধন কোন কত? (107 ডিগ্রী) ৬। চলনের সময় হাঁটু ভাঁজ করতে সাহায্য করে কোন পেশী? (বাইসেপস ফিমরিস) ৭। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? (হেলসিনকি) ৮। ইয়াহু মেইল চালু হয় কত সালে?(১৯৯৭ সালে) ৯। গনোরিয়া রোগের কারণ? (ব্যাকটেরিয়া)১০। মানুষের রক্তের ph কত?(৭.৪) ১১। টিকা তৈরি হয় কোন পদ্ধতিতে? (জীব প্রযুক্তি) ১২। দহগ্রাম ছিটমহল টি কোথায়?(লালমনিরহাট) ১৩। রক্তে ভাসমান শর্করা যকৃতে জমা থাকে কি হিসেবে? (গ্লাইকোজেন) ১৪। গ্লুকোজে কার্বনের সংখ্যা কয়টি? (৬টি) ১৫। বেগুনি রশ্মি দিয়ে কোন পার্টিকেল তৈরি হয়?(ইলেকট্রন) ১৬। Pseudoselom থাকে কোনটাই?(নেমাটোডা) ১৭। কোন বায়োম এর মাটিতে হিউমাস বেশি থাকে?(সাভানা বায়োম) ১৮। চৌম্বক & ভৌগলিক মধ্যতলের মধ্যবর্তি কোণ কোনটা হবে?(১৭ ডিগ্রী) ১৯। আদর্শ গ্যাস এর ক্ষমতা কিসের উপর নির্ভর করে ? (তাপমাত্রা)২০। গ্রীন হাউস গ্যাস নয় কোনটি?(নাইট্রোজেন) ২১। নোবেল পুরস্কার পান নি কে?(মাও সেতুং বা মাও সেতুং+ স্টিফেন হকিংস) ২২। পারমানবিক চুল্লিতে ইউরিনিয়াম এর আনবিক ভর কত ?(২৩৫) ২৩। কক্ষ তাপমাত্রা কত?(২৯৮ কেলভিন) ২৪। স্টীলের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কি পরিবর্তন হয়?(হ্রাস পায়,কনফিউজড) ২৫। প্রস্থছেদের ক্ষেত্রফল 4 গুণ হলে রোধ কত গুণ হবে?(এক চতুর্থাংশ) ২৬। কোনটি Shakespare এর লেখা নয়?(ওয়ার এন্ড পিস) ২৭। শুদ্ধ বানান (separate) ২৮। শুদ্ধ বানান (Lieutenant) ২৯। ক্যাপাসিটর থাকে কোনটিতে?(ডিসিতে) ৩০। ক্ষুধা নিয়ন্ত্রণ কার কজ?(হাইপোথ্যালা মাস) ৩১। White Elephent অর্থ কি?(costly possession) ৩২। মিনা কার্টুন এর রূপকার কে?(মুস্তাফা মনোয়ার) ৩৩। Translation : গরু ঘাস খেয়ে বাঁচে (The cow lives on grass) ৩৪। হাইড্রার মুকুল কি কাজে লাগে? (অযৌন জনন) ৩৫। কোনটি কাইরাল কার্বন প্রদর্শন করে?(বিউটানল-২) ৩৬। A person who writes about his own life is called (an autobiography) ৩৭। পানির তাপমাত্রা ০ থেকে ১০ এ নিলে কি হয়?(blank,confused) ৩৮। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 7/ 22 ,আয়তন 4 m3 হলে তার ব্যাস কত?(4m) ৩৯। ক্লাভিকল কি ধরনের হাড় ? (বাঁকানো হাড়) ৪০। কোনটি মোটর স্নায়ু?(হাইপোগ্লোসাল) ৪১। হ্যাচ ও স্নেক চক্রের গ্রহীতা পদার্থ কোনটি? (ফসফোইনল পাইরুভিক এসিড) ৪২। ভারতীয় উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন?(লর্ড মাইন্টব্যাটেন) ৪৩। Which one is the correct passive forn of Who is calling me ?(By whom am I being called) ৪৪। Which one is the correct sentence? ( He resembles his mother) ৪৫। Which one is the correct sentence? (I await your decison) ৪৬। ক্ষুদ্রান্তে মাইক্রোভিলাই যুক্ত হয়ে কি গঠন করে? (ব্রাশ বর্ডার) ৪৭। গ্লুকোজ কি?(হেক্সোজ মনোস্যাকারাইড) ৪৮। মসের জননের মাধ্যম কোনটি? (তরল) ৪৯। প্রোটিনের এমিনো এসিড গুলো কোন বন্ধনী দারা যুক্ত থাকে?(পেপটাইড বন্ড) ৫০। 2N বল প্রয়োগে 1m সরণ হলে কাজ কত হবে?(২ জুল) ৫১। ২০ ms-1 বেগে কোন বস্তুকে ৪৫ ডিগ্রি কোনে নিক্ষেপ করলে পাল্লা কত হবে?(৪০ মিটার) ৫২। ভরবেগ 2 গুন হলে গতিশক্তি কত গুন বাড়বে ?(চারগুণ) ৫৩। ফল সংরক্ষনের PH এর মান কত? (৪.৫০) ৫৪। 2J বলে ঘর্ষণ কত উচ্চতায় ওজনের অর্ধেক হবে?(.২ নিউটন) ৫৫। 0.005M H2SO4 এর PH 6 থেকে 3 হলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে?(10-3 গুণ confused)) ৫৬। ডায়েনসেফালন কোন ভেনট্রিকলে অবস্থিত?(তৃতীয়) ৫৭। কোনটি একটোডার্ম থেকে উৎপন্ন ? (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র) ৫৮। রক্তের বাফার নয় কোনটি?(অ্যাসিটেট) ৫৯। মৃদু এসিড আর সবল ক্ষারকের টাইটে্রশনে উপযোগী নির্দেশক কোনটি?ফেনলফথ্যালিন) ৬০। 0.005 M H2SO4 এ দ্রবণের ph কত? (২)৬১। 10% NaCl দ্রবণের মোলারিটি কত?(১.৭৬০৯ মোল প্রতি লিটার) ৬২। NaCl কোন শ্রেণির কেলাস? (ঘনকীয়) ৬৩। স্হূলতার কারনে কোনটি হয়? (করোনারী থ্রম্বোসিস) ৬৪। ইউরিন হালকা হলুদ হয় কোনটির জন্য?(ইউরোক্রোম ের জন্য) ৬৫। কোন আয়ন টি আকারে ছোট? (Na+ ,confused) ৬৬। জলাতঙ্কের টিকার আবিষকারক কে?(লুই পাস্তুর) ৬৭। সিরামিকের জন্য ব্যবহার করা হয় না কোনটি?(Al4C3 or Al4C3 + SiC) ৬৮। Bangladesh has overloaded people. Here overloaded means- (too many people) ৬৯। ফটোকেমিকেল স্মগ তৈরীতে কোন বায়ুদুষক ব্যবহার হয় না ? (ওজোন)৭০। ন্যানো কনা তৈরিতে ব্যবহার করা হয় না কোনটি?(ফুলারিসস) ৭১। কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? (টেলিভিশন) ৭২। অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? (১০০০-১০০ একক ) ৭৩। আলুর কোন ভাইরাসের কারনে ধ্বসা রোগ হয়? ( সাইটোস্পোরা) ৭৪। +2d ক্ষমতার লেন্সের ফোকাস দূরত্ব কত?(.৫ মিটার) ৭৫। 250A & 8V সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা কত?(২০০০ ওয়াট) ৭৬। পানির আয়নিক গুনফল কত? (1X10-14) ৭৭। ডেঙ্গু কোন ভাইরাসের কারনে হয়? (ফ্ল্যাভি ভাইরাস) ৭৮। পিউপিল কোথায় অবস্থিত?(আইরিসের মধ্যস্থলে) ৭৯। অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কোনটি? (তৈলবিন্দু) ৮০। ক্ষুদ্রান্ত্রে মাইক্রোভিলাইগুল ো একত্রে কি গঠন করে?(ব্রাশ বর্ডার) ৮১। চাঁদ আর পৃথিবীর দূরত্ব 4 গুণ করলে মহাকর্ষ বল কত হবে?(১/১৬) (৮২। Translation: সব ভালো তার,শেষ ভালো যার।(All is well that ends well) ৮৩। সাইট্টিক এসিডের ph কত?৮৪। Playing উত্তর হবে প্রশ্ন মনে নেই ৮৫.সাইকাসের শুক্রাণু (বহুফ্ল্যাজেলাযুক্ত) ৮৬.দূরবীক্ষণ যন্ত্রের নলে ফোকাস দূরত্ব দ্বিগুণ করলে বিবর্ধন হয় M/2 ৮৭.ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি? (কলেরা) ৮৮.সাম্যাবস্থায় ঘনমাত্রা বাড়ালে কি হয়? ( সাম্যাবস্থা ডানদিকে সরে যায়) ৮৯.ইঞ্জিনের দক্ষতা (২৯.৪১%) ৯০.একটা ম্যথ (১৬০০ আন্সার)৯১.অগ্ন্ যাশয়ের আলফা কোষ থেকে নি:সৃত হয় (গ্লুকাগন) ৯২.কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? (ইনসুলিন) ৯৩.অবাত শ্বসনে উৎপন্ন হয় ( কার্বন ডাই অক্সাইড ও ইথানল) ৯৪.শিল্পক্ষত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ( কৃত্রিম প্রজনন)৯৫.পাতায় পানি ও খনিজ লবণ পৌছানোর জন্য দায়ী by retina
Posted on: Sun, 26 Oct 2014 05:39:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015