৯৬ সালে আওয়ামীলীগ যে - TopicsExpress



          

৯৬ সালে আওয়ামীলীগ যে একটানা ৩৯ দিন অবরোধ,হরতাল করেছিল,১৭৩ দিন হরতাল করেছিলো তখন আজকের দিনের ব্যবসায়ী,তথাকথিত জ্ঞানপাপী বুদ্ধিজীবিরা কই ছিলো? তথন কি দেশে ব্যবসার ক্ষতি হয় নাই? তখন কি বাসে আগুন লাগে নাই? তখন কি মানুষ মারে নাই আওয়ামীলীগ? তখন যারা এইগুলো করছে তারা হয়ে গেছে এখন মুক্তিযোদ্ধের চেতনা দারী!আর বর্তমান সময় যা হচ্ছে তার জন্য বর্তমান সময়ের গুলো সন্ত্রাসী হয়ে গেছে?? এতো দিন বলছিলো বিএনপি আন্দোলন করতে পারে না।আর এখন বিএনপির আন্দোলনের প্রাথমিক অবস্থা দেখেই এরা পাগল হইয়া বলতেছে বিএনপি সন্ত্রাসী দল… আন্দোলনের মাত্রা যখন যখন আরো বেড়ে যাবে তখন এই মাতাল বাচাল গুলো কি নিয়ে বাচলামী করবে তা আল্লাহ ভালো যানে…চলছে লড়াই চলবে,হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।যে যার অবস্থান থেকে লড়াই চালিয়ে যান। বিজয় আমাদেরই ইনশাল্লাহ।বাংলা দেশ- জিন্দাবাদ।
Posted on: Fri, 16 Jan 2015 02:52:12 +0000

Trending Topics



="min-height:30px;">
Arazando Dance Co. teaching a different combination for salsa and
National Broadcast by General Prayut Chan-o-cha, Prime Minister -

Recently Viewed Topics




© 2015