ණ☛ সরকার আর বিরোধী সব - TopicsExpress



          

ණ☛ সরকার আর বিরোধী সব দলের প্রতিনিধিদের সঙ্গেই কথা বলেছেন তিনি। অথচ বাংলাদেশের মন্ত্রীর কাছ থেকে বিদ্রূপের শিকার হতে হয়েছে তাকে। নিশা দেশাই এবং ড্যান মজিনার প্রতি সৈয়দ আশরাফের আচরণ জেনেভা কনভেনশনেরও সুস্পষ্ট লঙ্ঘন। ණ☛ তিনি বলেন, আমি মঙ্গলবার পড়ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের তৈরী পোশাক আমদানি না করে আমেরিকার কোন উপায় নেই। কারণ, বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করলে আমেরিকা তৈরী পোশাকের সঙ্কটে পড়বে। তার এ কথার অর্থ সম্ভবত এই যে আমেরিকাকে বাংলাদেশের যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি আমেরিকার প্রয়োজন বাংলাদেশকেই। https://youtube/watch?v=xMXiZRtJxFA
Posted on: Sat, 06 Dec 2014 02:08:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015