আব্দুল কাদের মোল্লার - TopicsExpress



          

আব্দুল কাদের মোল্লার ফাঁসীর রায় সন্দেহাতীত ভাবে একটি সুস্পস্ট জুডিশিয়াল মার্ডার। তাহলে শুধুমাত্র জুডিশিয়াল মার্ডার করার উদ্দেশ্য ই কি ডিফেন্স টীমের কোন কিছু আমলে নেয়া হয়নি? ১। ১৯৭১ সলের মুক্তিযুদ্বকালিন পুরো সময় তিনি ফরিদপুর ছিলেন। ৯ জনের সাফা্ই সাক্ষের ভিত্তিতে প্রমানীত হওয়ার পরও তা বিবেচনায় নেয়া হয়নি। ২। একমাত্র স্বাক্ষী ১৩ বৎসর বয়সী অপ্রতক্ষদ্শী মোমেনা বেগমের তিন ধরনের প্রমানিত বিভ্রান্তি মূলক বক্তব্য উপস্থাপনের পরও যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং পরে আপিল বিভাগ তা খারিজ না করে পৃথিবীর ২০০ বৎসরের ইতিহাসে এই প্রথম নজিরবিহীনভাবে ফাসিঁর আদেশ দেন। ৩। .কে. সিনহা এবং দুর্নীতিবাজ ও রাজনৈতিক ভাবে বিতর্কিত বিচারপতি শামসুদিদন চৌধুরী মানিক কে আপিল বিভাগের প্যানেল থেকে বাদ দেয়ার আবেদন খারিজ করে দেয়া হয়। তাহলে কি কাদের মোল্লার অপরাধ?- -তিনি রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরীর সাথে বাংলাদেশ ছাত্রইউনিয়নের জেলা সভাপতি থাকাকালিন সময়ে ইসলামী আন্দোলনের প্রতি আকৃস্ট হয়ে বাম রাজনীতি পরিত্যাগ করেন। যদি কাদের মোল্লা ১৯৭১ সালের সত্যিকার কুখ্যাত খুনি, তাহলে ১) কিভাবে কাদের মোল্লা ১৯৭২-৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন? ২) কিভাবে তিনি ১৯৭৪-১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন স্কুলে শিক্ষকতা করেন? ৩) কিভাবে তিনি ইসলামিক ফাউন্ডেশনের অফিসার হন যখন শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? ৪) কিভাবে তিনি সিনিয়র শিক্ষক এবং ভারপ্রাপ্ত অধ্যাক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন পিলখানার রাইফেলস কলেজ এ? ৫) কিভাবে কাদের মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়নের দু্ই দুই বার সহসভাপতি নির্বাচিত হন? ৬) এমন একজন কুখ্যাত খুনির বিরুদ্ধে কেন বাংলাদেশের কোন আদালতে ১৯৭১ থেকে ২০১০ পর্যন্ত কোন মামলা তো দুরের কথা সাধারণ ডায়েরী ও হয়নি? আসুন, এ অন্যায়ের প্রতবাদ করি, রুখে দাড়া্ই; জালিম সরকারের বিরুদ্বে প্রকতরোধ গড়ে তুলি ;জন্মভুমি প্রিয় বাংলাদেশ রক্ষা করি
Posted on: Fri, 20 Sep 2013 18:09:35 +0000

Trending Topics



ads Facebook
Congressman Rigell – and ALL of Team Rigell - were THRILLED to
Heavenly Father, Its me your son Armah. I come to stand in the
Which of the following would be most appropriate for a male client
Od trzech dni włączam kotu Discovery, żeby sobie oglądał. Od
Hoy a dos años de tu partida, la verdad no sé cómo empezar para
So...my kid usually has ok taste in music. He is my son afterall.
InstaMessage allows you to connect directly with users or
Sometimes I tend to be insensitive,judgemental, self centered and

Recently Viewed Topics




© 2015