তোমার এত্ত বড় সাহস! - TopicsExpress



          

তোমার এত্ত বড় সাহস! সাধারন একজন ফেসবুকারের ছেলে হয়ে আমার মতো একজন সেলিব্রেটির মেয়েকে রিকুয়েস্ট পাঠাও! তোমার বাবা স্ট্যাটাস দিয়ে তো দুইটা লাইকও পেতো না! : চৌধুরী সাহেব!! আমি একজন সাধারন ফেসবুকারের ছেলে হতে পারি, কিন্তু ভুলে যাবেন না, আমিও একজন মানুষ! আমার মতো ফেসবুকারদের লাইকেই আপনি আজ সেলিব্রেটি হয়েছেন। আমি আজ রিকুয়েস্ট ক্যান্সেল করে দিচ্ছি! কিন্তু মনে রাখবেন, এই আমিও একদিন সেলিব্রেটি হয়ে দেখিয়ে দিবো! সেদিন আপনি ও আপনার মেয়ে আমাকে রিকুয়েস্ট পাঠাবেন!! আমার স্ট্যাটাসে লাইক দিবেন,কমেন্ট করবেন!!! সেদিন আমি আপনার রিকুয়েস্ট একসেপ্ট করবো না, বাপ- মেয়ে দুজনকেই ফলোয়ার বানিয়ে রাখব। সেদিন আমার ফ্রেন্ডলিস্ট সুন্দরী মেয়েতে ভরপুর থাকবে!! চ্যালেঞ্জ!! #Ornob
Posted on: Sat, 21 Sep 2013 21:00:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015