প্রাইভেট ইউনিভার্সিটির - TopicsExpress



          

প্রাইভেট ইউনিভার্সিটির গুলোর নাম যদি বাংলা রাখা হতো - ১. অবস্থা বিশ্ববিদ্যালয় (State University) ২. মহানুভব শিল্প বিশ্ববিদ্যালয়( University of Liberal Arts) ৩. কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয় (Central Women’s University) ৪. শহর বিশ্ববিদ্যালয় (City University) ৫. হলুদ রঙ্গের বসন্তকালীন ফুল আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় (Daffodil International University) ৬. পূর্বদেশীয় বিশ্ববিদ্যালয় (Eastern University) ৭. পূর্ব-পশ্চিম বিশ্ববিদ্যালয় (EastWest University) ৮. সবুজ বিশ্ববিদ্যালয় (Green University) ৯. স্বাধীন বিশ্ববিদ্যালয়( Independent University) ১০. উত্তর দিকস্থ বিশ্ববিদ্যালয়( Northern University) ১১. জাতির বিশ্ববিদ্যালয় (People’s University) ১২. প্রধান বিশ্ববিদ্যালয় (Prime University) ১৩. এশিয়ার অধিবাসীর মৌলিক বিশ্ববিদ্যালয় (Primeasia University) ১৪. দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয়( Southeast University) ১৫. উত্তর-দক্ষিণ বিশ্ববিদ্যালয় (North South University) ১৬. এশিয়া প্রশান্ত বিশ্ববিদ্যালয় (University of Asia Pacific) ১৭. এশিয়ার অধিবাসী বিশ্ববিদ্যালয়(Asian University) ১৮. দক্ষিণ-এশিয়া বিশ্ববিদ্যালয়( University of South Asia) ১৯. দক্ষিণ দিকস্থ বিশ্ববিদ্যালয় (Southern University) ২০. পৃথিবী বিশ্ববিদ্যালয় (World University) ২১. পূর্ব-প্লাবন বিশ্ববিদ্যালয় (East Delta University) ২২. আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (AIUB) ২৩. প্রধান নগর বিষয়ক বিশ্ববিদ্যালয় (Metropolitan University) ২৪. প্রেসিডেন্টের পদমর্যাদা বিশ্ববিদ্যালয় (Presidency University) ২৫. সহস্র বৎসর বিশ্ববিদ্যালয়( Millennium University) ২৬. সংযুক্ত আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় (United International University) ২৭. রাজকীয় বিশ্ববিদ্যালয় (Royal University) ২৮. রাণীর বিশ্ববিদ্যালয় (Queens University) ২৯. অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় (Premier University) ৩০. তুমি আমি তুমি (UIU) . . . . . . . . . . . (সংগৃহীত)
Posted on: Sat, 23 Aug 2014 08:35:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015