ফেসবুক স্টাটাস কাকে বলে - TopicsExpress



          

ফেসবুক স্টাটাস কাকে বলে ? বাপের পয়সার শ্রাদ্ধ আর নিজের মেধার উপর্যপুরী বারোটা বাজিয়ে কিবোর্ডের একটার পর একটা কি চেপে শব্দের অবৈধ মিলন ঘটিয়ে যে ফালতু বাক্য প্রসব করান হয় তাকেই ফেসবুক স্টাটাস বলে । স্টাটাস কত প্রকার ও কি কি ? ভাব আদর্শ আর প্রোফাইলধারীর আর্থিক অবস্থা বিবেচনায় স্টাটাসকে মুলত ৪ ভাগে ভাগ করা যায় । উচ্চবিত্ত স্টাটাস : Hi dUde...wAzzup ! ইউ নো 21st ফেব্রুয়ারী আমাদের Mother lAnGuage day.So leTs taKe dJ pArtY to CeleBraTe tHis day...CoMe n sEt FiRe On FLoRe ! (ইহা একটি আবাল মার্কা স্টাটাস) মধ্যবিত্ত স্টাটাস :বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে ভোজ্য তেল এবং দ্রব্যমুল্যের উর্ধগতি সরকারের সামগ্রিক উন্নয়নের সফলতাকে ম্লান করে দিয়েছে ।দেশের প্রতিটি সেক্টর আজ দুর্নীতির কড়াল গ্রাসে ভেঙ্গে পড়েছে ।মানব উন্নয়ন সুচকে সাত ধাপ এগোলেও মধ্যবিত্তের জন্য বেচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ ।(ইহা একটি সুশীল মার্কা স্টাটাস) নিম্ন মধ্যবিত্ত স্টাটাস :মাননীয় প্রধান মন্ত্রী,গাধার সামনে মুলা ঝুলিয়ে ক্ষমতায় এসেছিলেন ।আমরা কিন্তু এখন আর গাধা নই । গরীবের পেটে লাথি মেরে আকাশ কিনে ফেলছে আপনাদের মন্ত্রীরা ।ওদের থামান। মাথা একটা ভোট একটা,আবার কিন্তু আসতে হবে । শ্রমিকের ঘাম আর শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না ।মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না । (ইহা একটি প্রতিবাদী স্টাটাস ) নিম্নবিত্ত স্টাটাস :নিম্নবিত্তের আবার স্টাটাস কিয়ের !ডিজিটালের জোয়ারে যদিও বা সুযোগ তবে স্টাটাসটা বড়জোর হতো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পুর্নিমার চাদ যেন ঝলসান রুটি । Admin:--SNOW BOY FAHAD
Posted on: Fri, 18 Jul 2014 18:20:29 +0000

Trending Topics



-height:30px;">
LMAOOO Westbrick is going to cost the thunder this series smh.
The Church: Judging By the Financial Report Command those who are

Recently Viewed Topics




© 2015