মহান মুক্তিযুদ্ধের - TopicsExpress



          

মহান মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক,আওয়ামী সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার তার লেখা বইয়ে ১৯৭১ভেতরে বাহিরে বইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরায়,ও সত্য প্রকাশ করায়, আওয়ামীলীগের মন্ত্রী,এমপিরা এখন তাকে রাষ্ট্রদ্রোহ মামলার আসামী করার হুমকি দিচ্ছে, মুলত আওয়ামীলীগ কখনো প্রকৃত মমুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে নাই, তারা শুধু একজনকেই মূল্যায় করতে জানে,কারন আওয়ামীলীগের নেতারা মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে ফুর্তি করেছে,তারা মুক্তিযুদ্ধ করে নাই ঃ- বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ৫ম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল ১১টায় বিএনপির স্হায়ী কমিটির সদস্য,সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলখ্যে দোয়া ও আলোচনা সভা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দোয়ায় অংশগ্রহন করেন জাতীয়তাবাদী বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক ছাত্রনেতা শরীফ মোস্তফাজামান লিটু,বন্ধু দলের ঢাকা মহানগর দঃ এর সভাপতি মোঃ হানিফ মজুমদার সহ বন্ধু দলের নেতা- কর্মীরা।
Posted on: Fri, 05 Sep 2014 06:28:24 +0000

Trending Topics



Praga de Urubu... Sempre acontece aos que se embrenham em

Recently Viewed Topics




© 2015