~~~যারা স্বপ্ন দেখে বিফল - TopicsExpress



          

~~~যারা স্বপ্ন দেখে বিফল হয়েছ তারাই সবচেয়ে ভালো জানে এই স্বপ্নের মূল্য~~~ ওরা বলে, পাবলিকে নাকি খ্যাত পোলাপাইন পড়ে, পাবলিক ভার্সিটিগুলো ফকিন্নির পুতদের জন্য। ...কিন্তু আমরা জানি, এখানেই তো জীবন! প্রাইভেটে পড়ি তো কি হয়েছে; মনটা পড়ে আছে ঐখানে, হয়তোবা একদিন নামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটা থাকবে। যারা এবার বা আগামীতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, সবাইকে বলবো- একবার হলেও বিকেলে ক্যাম্পাস এ এসে ঘুরে যাও, দেখে যাও একটা ছোট ক্যাম্পাস এ সৃজনশীলতা ও তারুন্যের প্রাবল্য কত বিশাল । সৌধের সামনের ঘাস গুলো একবার ছুয়ে দেখো, মনে হবে এগুলো তো তোমাদের অপেক্ষায় শুয়ে আছে। সেমিনার রুমের দিকে হাটার সময় তুমি জীবনের রঙ খুঁজে পাবে, তোমার প্রত্যয় হবে আরও অনমনীয়। ঘুরাঘুরির এক পর্যায়ে ২০টাকা দিয়ে দুপুরের খাবার ক্যাফেটেরিয়া থেকেই খেয়ে নিও, সঙ্গে ৫ টাকার এক কাপ দুধ চা। . অমনোযোগী হয়ে হাঁটতে থাকা, প্রত্যেকটি উদ্দীপ্ত, শাণিত, নির্ভরশীল ছাত্রীর দিকে তাকাও। তুমি তোমার নিজের প্রতিচ্ছবি তাঁদের মাঝে দেখতে পাবে। বান্ধবীরা , একবার এসে দেখে যাও তোমার স্বপ্ন কে, ছুয়ে দিয়ে যাও, আশা করি এরপর স্বপ্ন ছোঁয়ার প্রতিযোগিতায় নিজেকে হারিয়ে ফেলবে না, কারন স্বপ্ন যে তখন তোমার হৃদয় জুড়ে...
Posted on: Mon, 20 Oct 2014 06:32:56 +0000

Trending Topics



icsexpress.com/Review-WD-Sentinel-DX4200By-Alan-Stevens-Introduction-and-topic-430214400464736">Review: WD Sentinel DX4200By Alan Stevens Introduction and

Recently Viewed Topics




© 2015