রবীন্দ্র-নজরুল এর বাইরে - TopicsExpress



          

রবীন্দ্র-নজরুল এর বাইরে বাংলা গানের আরো তিন গুরুত্বপূর্ণ চরিত্র ডি এল রায়-অতুলপ্রসাদ সেন-রিজিনীকান্ত সেন। আজ অতুলপ্রসাদের জন্মদিন। তাঁর সাথে মনে পড়ছে কান্তকবির কথাও। আমায় সকল রকমে কাঙ্গাল করেছে, গর্ব করিতে চূর, তাই যশ ও অর্থ, মান ও স্বাস্থ্য, সকলি করেছে দূর ৷ ঐ গুলো সব মায়াময় রূপে, ফেলেছিল মোরে অহমিকা-কূপে, তাই সব বাধা সরায়ে দয়াল করেছে দীন আতুর। -রজনীকান্ত সেন I am impoverished by all means, my pride shattered, I am devoid of fame, riches and my complete well being. I was disillusioned and had descended into the dungeon of pride; His kindness has lifted the obstacles and humbled me. -Rajanikanta Sen [হাসপাতালে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন রজনীকান্ত সেন (১৮৬৫-১৯১০)। দেখতে এলেন গুরুদেব। ১৯১০ সালের কথা। কবিকে দেখেই রোগ-যন্ত্রণার কথা ভুলে গেলেন কান্তকবি। লিখলেন এই অমর গান।]
Posted on: Sun, 20 Oct 2013 02:07:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015