লক্ষ্মীপুরের রামগতি - TopicsExpress



          

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকেয়া আজাদ ও আওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিনের বাসভবন থেকে অপহরনের ১ সপ্তাহ পর আজ বৃহস্পতিবার অপহৃত এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে রিপন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় চরআলগী গ্রামের আব্দুল ওহাব এর ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, গত ৩০ আগষ্ট রামগতি উপজেলার চরআলগী গ্রাম থেকে এক যুবতীকে অপহরন করে নিয়ে যায় ৪-৫ জন সন্ত্রাসী। পরে ভিকটিমের পিতা সিরাজ উদ্দিন বাদী হয়ে রিপনকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দিন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকেয়া আজাদ ও আওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিনের বাসভবন থেকে অপহৃতকে উদ্ধার করে এবং অপহরনকারীকে গ্রেফতার করে। স্থানীয় অওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিন চেৌধুরী জানান, কয়েকদিন আগে মেয়েটি রিপনের হাতে ধর্ষিত হয়েছে। এ ঘটনার পরে স্থানীয় মেম্বার বাবুলসহ অন্যরা সামাজিকভাবে ঘটনার মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। আজ উপজেলা চেয়ারম্যানের বাসভবনে বৈঠক করতে তাদের নিয়ে আসা হয়। এসময় ধর্ষনের ঘটনা শুনে ভিকটিম ও অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। রামগতি থানার এস আই ওয়াহিদুজ্জামান বলেন উপজেলা চেয়ারম্যানের বাসভবন থেকে অপহৃতকে উদ্ধার ও অভিযুক্ত রিপনকে গ্রেফতার করা হয়েছে ।
Posted on: Thu, 05 Sep 2013 17:19:06 +0000

Trending Topics



eft:0px; min-height:30px;"> Freedom of speach Anjem Choudary can preach hate and fear... Abu
Eu Sou o ProblemaProjota Salve o povo pai, meu povo chora e eu
I read with great distain that the American Film Institute is
Poštovanje, ispričavam se na smetnji svima onima koje ovo neće

Recently Viewed Topics




© 2015