১৮ জানুয়ারি, - TopicsExpress



          

১৮ জানুয়ারি, ২০১৪ মেষ অপ্রত্যাশিত খাতির পাবেন আজ। একেবারেই অপ্রত্যাশিত। বৃষ রাগের মাথায় বলা কথাগুলো নিয়ে পড়ে আছেন কেন? এসব ধরে বসে থাকলে কি আর এগোনো যায়? মিথুন পানসে দিনটাই ছোট্ট একটা ঘটনায় মচমচে হয়ে উঠবে। দারুণ! কর্কট কারও তেতো মনোভাবে বেশ বিরক্ত হবেন। আপনার হৃদয়ের মিষ্টতা তাতে যেন এক বিন্দুও না কমে। সিংহ ঘরোয়া একটা মুডে থাকবেন সারা দিন। আজকে না-হয় এমন মুডেই থাকুন। কন্যা ক্ষেপিয়ে তোলা কোনো ব্যাপারে বিভ্রান্ত হবেন না। সাবধান। তুলা অদ্ভুত এক অনুভূতির ভাপে-ঠাসা দিন। বিচিত্র সময় কাটবে। বৃশ্চিক এক আজব প্যাঁচে পড়তে পারেন। সমঝে চলুন। ধনু বিদঘুটে কোনো উৎপাত জুটতে পারে। সযতনে এড়িয়ে চলুন। মকর কড়া কোনো শর্ত পালন করতে যাচ্ছেন। আত্মবিশ্বাসটুকু যেন না টলে। কুম্ভ আচ্ছন্ন হয়ে থাকবেন কোনো ব্যাপারে। আগ্রহের জিনিস পেলে এমনই হয়। মীন দীর্ঘদিনের ধ্যান-ধারণায় একটা ঝাঁকুনি আসতে পারে। ইতিবাচক কোনো পরিবর্তন আসবে।
Posted on: Fri, 17 Jan 2014 17:59:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015