-- আল্লামা শফি ও হাসিনা - TopicsExpress



          

-- আল্লামা শফি ও হাসিনা -- শফি সাহেব ধার্মিক মানুষ , কূটনীতিক নন। হাসিনা ঠিক উল্টো - উনি রাজনীতিবিদ এবং কূটনীতিক। শফি সাহেব ধর্মের কথা বলেন। তাহলে ওনাকে নিয়ে এত হই চৈ , মাথা বেথা কেন ? কারণ একটাই - হেফাজোট একটি শক্তি হইয়ে গেছে। যেই সংগঠনটিকে কিছুদিন আগেও কেউ চিনতোই না, সেই সংগঠনের নেতা কর্মীদের ৫ই মে মতিঝিলে বেধড়ক পিটিয়ে হাসিনা তাদেরকে একটি শক্তি বানিয়ে দিল ! পাঁচটি সিটি নির্বাচনের ফলাফল সেটার সাক্ষী। হাসিনা তাই মরিয়া হয়ে উঠেছে। হেফাজোতিদের ডিস্ক্রেডিট করতে পারলে , মেয়েদের ভোট আওয়ামী লীগ পাবে। কিন্তু অনেক দেরী হয়ে গেছে। মরিয়া হয়ে প্রধানমন্ত্রী এখন নিজেই খিস্তি আউরাচ্ছেন। একজন মহিলা হয়ে আরেকজন মহিলার বিরুদ্ধে। শফি সাহেবের উক্তিটি নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে বলেন -- "উনি (শফি ) যে নেত্রীর পাশে বসেন তাকে যদি ওনার তেতুল মনে হয়, তাহলে আমার কিছু বলার নাই " এই হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষা ! এই লজ্জা কার ? : । যেই সুযোগে আপনি হাসিনা হয়ত কিছু মহিলা ভোটারদেরকে আপনার পক্ষে টানতে পারতেন, অহেতুক কুতসিত ও নোংরা কথা বলে আপনি নিজেই তাদেরকে দুরে ঠেলে দিলেন।
Posted on: Sun, 14 Jul 2013 08:07:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015