> ……………………………………………………… - TopicsExpress



          

> ……………………………………………………… একবার পড়বেন আশা করি................ আমাদের দেশের বিশিষ্ট নাম ধারি কিছু নাস্তিক ব্যাক্তি সবসময় ধর্মনিরপেক্ষতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে যে দেশের সকল প্রকার সস্কৃতি পালন করা নাকি ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা বলে সব সময় উল্লেখ করে। কিন্তু হয়ত আমরা কেউই জানিনা ধর্মনিরপেক্ষতা মানে কি বা কখনো জানতেও চেস্টা ও করিনি। কিন্তু আমাদের সমাজের অবশিষ্ট ব্যাক্তিদের গুরুজনরা তাদের বিভিন্ন ডিকশনারি গুলোতে ধর্মনিরপেক্ষতার অর্থ দিয়ে গেসেন ধর্মহিনতা কিংবা নাস্তিকতা। ক) বিশ্বখ্যাত Random house dictionary of English language a secularism এর তিনটা সংজ্ঞা দিয়ে গেসেন :-------- 1) Regarded as religious or Spiritually Sacred ..যা ধর্মীয় বা আধ্যাত্মিক ভাবে পবিত্র নয়। 2) pertaining to or connected with a religion. যা কোন ধর্মের সাতে সম্প্রর্কিত নয়। 3) Belonging to or connected with a religion. যা কোন ধর্মের বিশ্বাসের অন্তর্গত নয়। খ) Webster dictionary তে বলা হয়েছে Secular শব্দটির অর্থ ধর্ম বর্জন করা বা এই বিষয়ে উদাসীন থাকা। গ) Short Oxford Dictionary তে বলা হয়েছে Secular শব্দটির সংজ্ঞা হল যা এমন একটি তত্ত্ব যার মুলনীতি হল নৈতিকতার উদ্দেশ্য হওয়া উচিত নয় ইহজগতে ভাল থাকা যাতে পরলোক কিংবা ঈশ্বরে বিশ্বাসের কোন স্থান নেই। তাই বুঝা যায় ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। এখন ধর্মনিরপেক্ষতাবাদীরা প্রমাণ করুন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহিনতা নয়। #Rahat
Posted on: Thu, 21 Aug 2014 11:51:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015