--সবায় পড়ার চেষ্টা করুন - TopicsExpress



          

--সবায় পড়ার চেষ্টা করুন --- একটি ইন্টারভিউঃ প্রশ্নকতাঃ একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা? প্রার্থীঃ এটা তো সোজা ৪৯টা। প্রশ্নকর্তাঃ আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী? প্রার্থীঃ ফ্রিজটা খুলুন, হাতিটাঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন। প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী? প্রার্থীঃ ফ্রিজটা খুলুন, হাতিটাবের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন। প্রশ্নকর্তাঃ বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছেশুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন? প্রার্থীঃ হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে। প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খালপার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে? প্রার্থীঃ কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে। প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মারা গেলেন, কেন? প্রার্থীঃ উমম… আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবেগিয়েছিলেন? প্রশ্নকর্তাঃ না, …! এখন প্রশ্ন হলো বৃদ্ধা মারা গেলেন কিভাবে ??
Posted on: Sat, 20 Jul 2013 06:18:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015