★★★ At a Glance...,,, অল অ্যাবাউট - TopicsExpress



          

★★★ At a Glance...,,, অল অ্যাবাউট বাংলাদেশের জাতীয় খেলা “কাবাডি”... ( চোখ বুলিয়ে নাও...) √ বাংলাদেশের জাতীয় খেলা “কাবাডি” নট হা-ডু-ডু । √ কাবাডি খেলা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম একটি খেলা, এবং এর উৎপত্তি হল “পাঞ্জাবে“ √ মূলত হা-ডু-ডু ও কাবাডি একই খেলা, কিন্তু স্বাধীনতার পর 1972 সালে হা-ডু-ডু খেলাকেই কাবাডি নামকরণ করে, বাংলাদেশের জাতীয় খেলার মর্যাদা দেয়া হয়। √ 1973 সালে দেশে প্রথম কাবাডি ফেডারেশন গঠিত হয়। √ কাবাডি খেলায় প্রতি দলে 12 জন করে খেলোয়াড় থাকে, তারমধ্যে 7 জন মাঠে থাকে ও বাকি 5 জন অতিরিক্ত খেলোয়াড় হিসাবে থাকে । ফুটবলের মত এই খেলাতেও সর্বোচ্চ 3জন অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামানো যায়। √ খেলা চলে 20 মিনিট-20 মিনিট করে মোট 40 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি। √ বাংলাদেশের অক্লান্ত প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ্‌ গেমসে কাবাডি খেলা নিয়মিত ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়। ...আশা করা যায়, ভর্তি পরীক্ষার জন্য জাতীয় খেলা কাবাডি সম্পর্কে এই তথ্যটুকু জানলেই চলবে, Best of luck for all... (ইট ইজ ভেরি লজ্জার ব্যাপার, জাতীয় খেলাটা খেলাতো দূরের কথা দেখার সৌভাগ্য এখনো আমার হলো না :p)
Posted on: Sat, 26 Jul 2014 13:44:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015