★ WWE RAW Full Result (বাংলা)★ → আজকের - TopicsExpress



          

★ WWE RAW Full Result (বাংলা)★ → আজকের RAW এর শুরু করে Paul Heyman। সে এসে preview দিতে থাকে যে NOC তে কি হবে। সে এসময় Cena এর Entrance কে mock করে। Heyman এসময় আরেকটি Brutal Beatdown এর promise করে ।তখন Cena এর মিউজিক হিট করে। Cena এসে গত সপ্তাহের Ultimatum এর কথা মনে করিয়ে দেয় Heyman কে। এরপর Cena যখন Lesnar এর মুখোমুখি হবার প্রস্তুতি নিতে শুরু করে তখন Heyman হাসতে থাকে এবং বলে যে Lesnar এর প্লেন delay হবার কারনে তার আসতে দেরী হবে। এরপর Cena, Heyman এর মাথা ধরে বলতে থাকে যে Lesnar কে আজ দেখা না গেলে সে তাকে মেরে ফেলবে। এরপর Heyman কে Headlock দিয়ে টানতে টানতে সে ভিতরে নিয়ে যায়। এভাবেই শেষ হয় Segment টি। →কমার্শিয়াল থেকে ফিরে আসার পর ব্যাকস্টেজে দেখা যায় Cena, Heyman এর দিকে তাকিয়ে আছে। তারপর Cena, Great Khali কে বলে Heyman কে দেখে রাখতে। →Chris Jericho vs Kane : * ভাল ম্যাচ ছিল এটা। ম্যাচের এক পর্যায়ে Jericho টপ রোপ থেকে Lionsault দিতে গেলে Kane তাকে ধরে ফেলে এবং Chokeslam দিতে চেষ্টা করে। Jericho তখন কোন মতে নিজেকে ছাড়িয়ে Kane কে কর্নারে নিয়ে যায় এবং সেখান থেকে হঠাৎ roll up এর মাধ্যমে ম্যাচটি জিতে যায়। *Winner : Chris Jericho →Backstage এ Paul Heyman কে উদ্বিগ্ন ভাবে Lesnar এর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে দেখা যায়। →Backstage এ Renee এর সাথে ইন্টারভিউ তে দেখা যায় Reigns কে। সে তখন Rollins এর বিশ্বাসঘাতকতার কথা আবার উল্লেখ করে এবং বলে যে Rollins রক্তাক্ত না হওয়া পর্যন্ত সে তাকে Punch করতে থাকবে। →Jack Swagger vs Bo Dallas : * ম্যাচের এক পর্যায়ে Bo তার Bo Dogg দিতে গিয়ে ব্যর্থ হয়। এরপর সে Sunset Flip এর মাধ্যমে পিন করতে গেলে Swagger কাউন্টার করে এবং Patriot Lock ধরলে Bo ট্যাপ আউট করে। * Winner : Jack Swagger. → Aj Lee & Brie Bella vs Paige & Nikki Bella : * ম্যাচটা খুব সংক্ষিপ্ত ছিল। ম্যাচের এক পর্যায়ে ring এ থাকে Paige ও Brie। তখন Nikki দৌঁড়ে গিয়ে Aj কে ring থেকে ফেলে দেয় ।এই সুযোগে Paige Rampaige মারে Brie কে এবং ম্যাচটি জিতে যায়। * Winner : Paige & Nikki →ম্যাচের পর Brie কে আবার আক্রমণ করে Nikki। এরপর Aj আর Paige এর মধ্যে কিছু taunting চলতে থাকে। → Bray Wyatt একটা promo কাট করে যেখানে সে প্রমিজ করে সে Big Show কে fix করবে। → কমার্শিয়াল এর পর দেখা যায় Heyman, Khali কে hug করে এবং তাকে যেতে দেবার জন্য অনুরোধ করে। তখন Khali তার I phone(fake may be) টাকে আছাড় মারে এবং Heyman কে আবার ভিতরে যেতে বলে। →Big Show vs Bray Wyatt : * Bray একসময় Flying Forearm দিতে গেলে Show তখন কাউন্টার করে Final Cut মারে তাকে। কিন্তু সে পিন করতে গেলে Wyatt Family তাকে আক্রমণ করে। * Winner : Big Show via DQ → DQ এর পর Wyatt তার চেয়ারে গিয়ে বসে। তখন ring এ Show কাউন্টার করে এবং Rowan ও Harper কে Chokeslam মারে। → The Usos & Sheamus vs The Dust Bros & Cesaro : * ভাল ম্যাচ ছিল এটা। ম্যাচের এক পর্যায়ে এক Uso এসে Superkick মারে Goldust কে। আরেক Uso এসে Superkick মারে Cesaro কে। এরপর Cesaro কে Splash মেরে পিন করে তারা। * Winner : The Usos & Sheamus → NOC এর pre Show তে Christian এর থাকা ঘোষনা করা হয়। তার সাথে থাকবেন Jericho। →Backstage এ Renee এর সাথে দেয়া ইন্যারভিউতে Orton, Jericho কে Beating of his life দেয়ার কথা ঘোষনা করে। → Backstage এ দেখা যায় Heyman কে দেখে রাখার জন্য Khali কে ধন্যবাদ জানায় Cena। এরপর সে Heyman কে টানতে টানতে ring এ নিয়ে আসে। এরপর Ring Segment এ Heyman, Cena কে নানাভাবে taunt করতে থাকে। কিছুক্ষন পর Cena, Heyman কে ring থেকে ফেলে দেয়। তখন Lesnar এর মিউজিক বেজে ওঠে। Cena ও Lesnar এর মাঝে Staring চলতে থাকে Lesnar এসে ring এর পাশে একটা চক্কর দিয়ে Heyman কে উঠাতে সাহায্য করে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন Lesnar মত বদলে Heyman এর হাতে তার টাইটেল দিয়ে ring এ প্রবেশ করে এবং Cena এর সাথে তার Brawling শুরু হয় । শেষ পর্যন্ত Backstage থেকে Security এসে তাদের আলাদা করে। এরপর Heyman ও Lesnar সেখান থেকে চলে যায়। → Cameron vs Naomi : * Naomi তার সাবমিশনের মাধ্যমে ম্যাচটি জিতে যায়। * Winner : Naomi → Dolph Ziggler & R Ziggler (truth) vs The Miz & Damien Mizdow (Sandow) : * ম্যাচের এক পর্যায়ে Miz ,Ziggler কে Skull Crushing Finale দিতে গেলে Ziggler কাউন্টার করে Zig Zag দিয়ে ম্যাচটি জিতে যায়। * Winner : D Ziggler & R Ziggler → Backstage এ একটা ইন্যারভিউতে Rollins বলে যে সে কেন Shield ত্যাগ করেছিল। এরপর সে Reigns কে আজ কিভাবে মারবে তার বর্ণনা দিতে থাকে। এসময় সে বলে --আমাকে ছাড়া Reigns কখনোই এই অবস্থানে আসতো না। আসলে Reigns হচ্ছে আধা গরিলা, আধা সামোয়ান, আধা গন্ডার। → Roman Reigns vs Seth Rollins : * ম্যাচ শুরু হয় Brawling এর মাধ্যমে। শেষের দিকে Rollins তার Curb Stomp মারতে গেলে Reigns তা Dodge করে এবং Spear মেরে ম্যাচটি জিতে যায়। * Winner : Reigns → Lana, Rusev ও Mark Henry এর ring Segment এখন। এক পর্যায়ে Rusev ও Henry, Brawl এ জড়িয়ে পড়ে। Rusev তার Accolade ধরতে গেলে Henry কাউন্টার করে বড়সড় Spinebuster মারে Rusev কে। Mark Henry এর উদযাপনের মাধ্যমে RAW শেষ হয়।
Posted on: Wed, 17 Sep 2014 06:41:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015