※• WWE Smackdown Spoiler রেজাল্ট •※ - - TopicsExpress



          

※• WWE Smackdown Spoiler রেজাল্ট •※ - এই সপ্তাহের SmackDown কিক-অফ করে Dean Ambrose. সে রিঙে আসে এবং HIAC ও Rollins কে নিয়ে প্রমো কাট করে। Rollins আসে এবং জানায় সে আজ শোর শেষদিকে Ambrose কে উদ্দেশ্য করে কিছু কথা বলবে। ๏ The Miz & MizDow (vs) Los Matadores. সং ক্ষিপ্ত ম্যাচে Matadores-দের একজনকে ফিনিশার দিয়ে ম্যাচটি Miz-রা জিতে নেয়। ๏ Aj Lee (vs) Alicia Fox. তেমন উল্লেখযোগ্য ম্যাচ ছিল না। ম্যাচে Alicia Fox কে Roll Up দিয়ে জিতে নেয় Aj Lee. ম্যাচে AJ বিশাল পপ পায়। ম্যাচ শেষে Aj কে Chase করে Paige. ๏ Intercontinental Title Match : Dolph Ziggler (vs) Cesaro. একমাত্র ম্যাচ যা আজকের শো-এর মধ্যে উল্লেখযোগ্য ছিল। অসাধারণ ম্যাচ। শেষদিকে Cesaro কে Zig Zag দিয়ে ম্যাচ জিতে নেয় Ziggler. ๏ Nikki Bella, Summer Rae & Cameron (vs) Natalya, Naomi & Brie Bella. আরেকটি ফালতু ম্যাচ। ম্যাচের একপর্যায়ে Brie কে তার ফিনিশার দিয়ে Nikki ম্যাচ জিতে নেয়। - Hell In a Cell এর জন্য Cesaro vs. Ziggler এর মধ্যে 2 of 3 Falls IC Championship ম্যাচ ঘোষনা করা হয়। ๏ Bo Dallas & DustBros (vs) Mark Henry & The Usos. মোটামুটি ভাল ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে DustBros ও Usos রা রিঙের বাইরে থাকলে সেই সুযোগে Henry কে পিন করে হারিয়ে দেয় Bo Dallas. - এরপর শোর শেষ সেগমেন্টে Rollins প্রমো কাট করে Ambrose কে নিয়ে। এরপর Ambrose আসে এবং তারা দুজন ব্রলে জড়িয়ে পড়ে। পরে Joey Marcury ও Jamie Noble তাদের থামাতে এলে দুজনকে টেবিলের উপর আছাড় দেয় Ambrose. আর Rollins রিঙের বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে তার Hell in a Cell ভবিষ্যৎ। _______________________ - লাইক দিয়ে এক্টিভ থাকুন।
Posted on: Thu, 23 Oct 2014 00:12:58 +0000

Trending Topics



iv class="stbody" style="min-height:30px;">
Remember that you we were calling MB members liers as yhey stated
Ikea Expedit Entertainment Center Tv Stand up to 55 Flat Screen
CASTING CALL: Fancy Hair is looking for models! GetFancyHair Fancy
I was never one for fairy-tails but lately they seem to make more
What to Make Monday! Chocolate Avocado Mousse Talk about a

Recently Viewed Topics




© 2015