☸✫*•._()_বুদ্ধং, ধম্মং, সংঘং - TopicsExpress



          

☸✫*•._()_বুদ্ধং, ধম্মং, সংঘং সরণং গচ্ছামি_()_.•*✫☸ “সব্ব পাপস্স অকরণং কুসলস্স উপসম্পদা, সচিত্ত পরিযোদপনং এতং বুদ্ধানুসাসনং।” অর্থাা, সব ধরনের পাপ থেকে বিরতি, সৎকর্মের পরিপূর্ণতা এবং স্বীয় চিত্তের পবিত্রতা সাধন, ইহাই সকল বুদ্ধগণের অনুশাসন। -বুদ্ধবাণী (ধর্মপদ ১৮৩) Avoid Bad Do Good Purify your Mind Teachings of all Buddhas. কর্মের দ্বার তিনটি কায়, বাক্য ও মন এবং জগতে কর্মই প্রাণীগণকে নিয়ন্ত্রণ করে। ফলে জগতে বিভিন্ন প্রকার মানুষ দেখা যায়। যেমন-ধনী-দরিদ্র, সবল-দুর্বল, সুস্থ-রুগ্ন, পন্ডিত-মূর্খ, সাদা-কালো, সুন্দর-কুৎসিত ইত্যাদি। তার কারণ কী? সৎকর্ম কিংবা অসৎকর্মের কারণে এরূপ পার্থক্য দেখা যায়। এ পার্থক্য শুধু মানুষের মধ্যে নয়; সকল প্রাণীর মধ্যেও বিদ্যমান। তাই দূর্লব এ মানব জীবনে আমাদেরকে বুদ্ধবাণী অনুসরণ পূর্বক সৎভাবে জীবন-যাপন করতে হবে, সব ধরনের পাপ থেকে বিরতি, সৎকর্মের পরিপূর্ণতা এবং নিজের চিত্তের পবিত্রতা সাধনের মধ্যদিয়ে জীবনকে গড়তে হবে। আজ রবিবার। ২৫৫৮ বুদ্ধাব্দের ৩১ আগস্ট, ২০১৪ খ্রিষ্টাব্দ। ১৬ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ। ত্রিরত্ন বন্দনা-পূজা পূর্বক পিতা-মাতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, গৌরব প্রদর্শনের মধ্যদিয়ে প্রতিটি দিনের সূচনা করি এবং তাদের আদেশ-উপদেশ অনুসরণ করি। আজকের দিনটিও সুন্দর এবং সৌভাগ্যময় হোক এ শুভ প্রত্যাশায় সকলকে জানাই শুভেচ্ছা-সুপ্রভাত। জগতের সকল প্রাণী সুখী হউক, দুঃখহীন হউক।
Posted on: Sun, 31 Aug 2014 02:52:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015