“এই - TopicsExpress



          

“এই দাঙ্গাহাঙ্গামাপূর্ণ ও কষ্টকর সময়ে আল্লাহ্‌কে বেশি বেশি করে ডাকতে থাকুন। তাঁকে অতীতে যতবার ডেকেছেন এখন তার চেয়ে বেশিবার ডাকুন। অতীতে যত আকুতি নিয়ে ডেকেছেন তার চেয়ে বেশি আকুতি নিয়ে এখন তাঁকে ডাকুন। অতীতে তাঁর কাছে যতটা চোখের পানি ফেলেছেন এখন তার চেয়ে বেশি চোখের পানি ফেলুন। অতীতে তাঁর কাছে যতটা ভিখিরির মতো চেয়েছেন এখন তার চেয়ে বেশি করে চান। এখনই সময়। আমাদের চারিদিকে যত বেদনা, রক্তপাত ও যুলম আমাদেরকে দেখতে হচ্ছে, আমাদের চারিদিকে যত মানুষ নিপীড়িত, আহত ও নির্যাতিত হচ্ছে, আমাদের চারিদিকে যত মানব সন্তান বিধবা, গৃহহীন ও এতিম হচ্ছে, আমাদের চারিদিকে যত মানুষ অসুস্থ ও বিষন্ন অবস্থায় দিনাতিপাত করছে – আপনি যদি তাদের কষ্ট কিছুটা হলেও অনুভব করে থাকেন, তবে তাদের জন্য অন্তর থেকে দুআ করতে থাকুন। অতীতের চেয়েও বেশি বেশি করে ও বেশি বেশি আকুতি মিশিয়ে তাদের জন্য দুআ করতে থাকুন। আল্লাহ্‌র সাহায্য নিকটেই; কেবলমাত্র অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া আর কেউই তাঁর সাহায্য ও অসীম করুণা থেকে কখনোই নিরাশ হয় না।” – শায়খ তৌফিক চৌধুরী “In these turbulent and painful times, ask Him as you have never asked before, cry as you have never cried before, beg as you have never begged before. This is the time! All the hurt and bloodshed and violence, all the oppressed and injured and tortured, all the widows and homeless and orphans, all the sick and depressed - if you feel their pain, make dua’ for them as you have never done before! His Help is near, and no one despairs of His Help and Mercy except the disbelievers!” – Shaykh Tawfique Chowdhury
Posted on: Sun, 02 Feb 2014 03:53:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015