“একজন আমাকে প্রশ্ন - TopicsExpress



          

“একজন আমাকে প্রশ্ন করেছিলেন কেন ইসলাম শেখাটা গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বললে উত্তরটি এমন দাঁড়ায়: আল্লাহ আমাদেরকে তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন। তিনি চান যে আমরা কিছু নির্দিষ্ট পদ্ধতিতে তাঁর ইবাদাত করি যেন তিনি আমাদের ওপর সন্তুষ্ট থাকেন এবং যা তাঁর স্বত্ত্বা, গুণাবলী ও ক্ষমতার নিরিখে গ্রহণযোগ্য হয়। তিনি যুগে যুগে অসংখ্য নবী-রাসুলের মাধ্যমে তাঁকে ইবাদাত করার সঠিক পদ্ধতি আমাদেরকে জানিয়েছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে কুর’আন হলো সর্বশেষ নাযিলকৃত আসমানী কিতাব, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হলেন আল্লাহ্‌র প্রেরিত সর্বশেষ রাসুল, এবং ইসলাম হলো সর্বশেষ নাযিলকৃত ধর্ম যা এর আগেকার নাযিলকৃত সকল ধর্মকে রহিত করে দিয়েছে এবং যা নিজে কখনোই রহিত হবে না। কিছু বিশ্বাস, আচার-অনুষ্ঠান এবং সামাজিক মিথষ্ক্রিয়া – এসব মিলেই হলো ইসলাম। আর জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগুলো মেনে চলাটাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ্‌র ইবাদাত। আল্লাহ যেভাবে চান সেভাবেই তাঁর ইবাদাত করতে হলে প্রথমে জানতে হবে, আর জানতে হলে পড়াশোনা করতে হবে। এজন্যই আমরা যারা চাই যে আল্লাহ যেভাবে চান সেভাবেই নিঃশঙ্কচিত্তে আমরা তাঁর ইবাদাত করব তাদের জন্য ইসলাম শেখাটা খুবই গুরুত্বপূর্ণ।” – মুফতি মুসা ফার্বার “Someone asked why studying Islam matters. Here is a short answer: God created us to worship Him. He wants us to do so in particular ways which befit Him given His essence, attributes, and actions, and which are pleasing to Him. He revealed the manners of worship which befit and please Him through His many prophets and messengers (peace be upon them one and all). We Muslims hold that the Quran is the final revelation and that Muhammad bin ’Abdullah is the final Messenger, and that Islam is the final revelation which abrogates everything before it and will never be abrogated. Islam includes beliefs, ritual, and social interactions. Adhering to these various facets are what is meant by worshiping God. Worshiping God as He wishes to be worshiped requires knowledge, and knowledge requires study. This is why studying Islam matters to those of us who wish to worship God with confidence that we are doing so as He Himself wishes to be worship.” – Mufti Musa Furber
Posted on: Thu, 24 Oct 2013 11:00:01 +0000

Recently Viewed Topics




© 2015