◆ জোকস অব দ্যা - TopicsExpress



          

◆ জোকস অব দ্যা ইয়ার◆ আবুল অফিস থেকে ফিরে বেশ খুশি- খুশি মনেবাসায় ফিরেছে। সে ঘরে ঢুকেই তার বউকে বললঃ আজ আর বলতে পারবে না আমি ভুলো-মনা। আজ আমি সবকাজ ঠিকভাবে করেছি। বাড়িতে মায়ের কাছে ঠিক-ঠাক মতো মানি অর্ডার করেছি। তোমার চিঠিটা ঠিক-ঠাক মতো পোস্ট করেছি। সময় মতো অফিসে গেছি। আর, আজ প্রতিদিনের মতো ভুল করে ছাতা ফেলে আসিনি, নিয়ে এসেছি। আবুলের বউ বিছানায় শূয়ে ছিল। আবুলের কথা শূনেই সে উঠে বসল আর চিৎকার করে উঠলঃ তুমি কিআর কোনদিন আমাকে একটু শান্তি দেবেনা ?? আবুলঃ কেন জান পাখি, কি হয়েছে ?? . . . . . . . . . . . . . . . . . . . . আবুলের বউঃ আজকে তো তুমি ছাতা রাইখাই চইলা গেছো। তাইলে ছাতা ফেরত আনলা কেমনে?? কোন ব্যাটার ছাতা নিজের মনে কইরানিয়া আইছো?? তুমি কার কাছে মানি অর্ডার কইরা আসছো কইলা ?? তোমার মা যে ২মাস আগে মারা গেছে, ভুইলা গেছো?? আজকে তো শূক্রবার, অফিস ছুটি !! তুমি বাজার করার জন্য বাসা থেকে বের হইলা!! আমার বাজারের লিস্ট নিয়া পোস্ট অফিসে পোস্ট কইরা আইছো ! #SRL_Rayhan
Posted on: Mon, 19 Aug 2013 04:01:37 +0000

Trending Topics



/a>
wow. i just lost my uncle . he died from a heart attack .. wow .
argin-left:0px; min-height:30px;"> Shenzhen Visa Processing Services of Ariyan
CAN ANYONE HELP THESE FOLKS? This was posted by a friend and

Recently Viewed Topics




© 2015