#জাতির বিবেকের কাছে - TopicsExpress



          

#জাতির বিবেকের কাছে প্রশ্ন: জুসের প্যাকেট গেল কই? কে খাইল ওই জুস? #মুন্নি সাহা টু স্বরাষ্ট্রমন্ত্রী - #চুন্নি সাহা: স্যার!! অাপনার কি মনে হয় জিয়াদ ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাঝ দিয়ে ভারতে পালিয়ে গেছে??? স্বরাষ্ট্রমন্ত্রী : সবই গুজব। গুজবে কান দিবেন। ওই পাইপটা জামায়াত শিবির বানিয়েছে ভারত যাওয়ার জন্য মুন্নি: এইটা যে গুজব অাপনি সিউর? #স্বরাষ্ট্রমন্ত্রী : নাহিদ চাচ্চু বলেছে অামায়। চাচ্চু মিথ্যা বলে না। বাই দা ওয়ে ১৪ ব্যাচের প্রশ্ন কিন্তু ফাস হয় নাই। ওইটাও গুজব-চাচু বলেছে #মুন্নি সাহা: স্যার তাহলে বাচ্চাটা গেল কই? কেউ জিয়াদকে নারায়ণগঞ্জে গুম করল না তো? স্বরাষ্ট্রমন্ত্রী: তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় বিরোধী দলের হাত থাকতে পারে। #মুন্নি: স্যার তারেক জিয়া বলল বাচ্চাটাকে নাকি RAB গুম করেছে?? #মন্ত্রী মহোদয় : সবই গুজব। এইটা সরকারকে উৎখাতের অপচেষ্টা #চুন্নি সাহা: স্যার বাচ্চাটাকে প্রাণ জুস দিল আপনার সরকার। তারপর অাপনারা বললেন বাচ্চাটা অাপনাদের ডাকে সারা দিল। তারপর রশি ধরে টান দিয়েছে বাচ্চাটা- সবই তো অাপনারা বললেন। এইগুলা কিসের অালামত? মন্ত্রী মহোদয় : এইগুলা জিনের বাদশার অালামত। সে প্রাণ জুস পছন্দ করে। সে গায়েবি অাওয়াজ দিয়ে জনগন কে বিভ্রান্ত করেছে। এইভাবে অার কত গুজব ছড়াবে-জাতি জানতে চায়!!! বাই দা ওয়ে-ক্যামেরা অামাদের বলদ বানাইলো না তো অাবার? নাইলে জিয়াদ পাইপ থেকে উদ্ধার হইলো কেমনে? ক্যামেরা কি চোখে কম দেখে? যাই হোক-অাল্লাহর কাছে শুকরিয়া বাচ্চাটাকে পাওয়া গেছে। এখন সে যাতে বেচে থাকে সেই দোয়া করি
Posted on: Sat, 27 Dec 2014 09:47:19 +0000

Trending Topics



text" style="margin-left:0px; min-height:30px;"> Who cares if its "fall - like" outside!! We have a Hawaiian summer
Just an FYI to any interested in having me make them shirts and
BACK TO SCHOOL SPECIAL All this week, call for your free roof
Sedang diputar: Suara hati - Iwan Fals Apa kabar suara
Up thinkin bout u Mrs.bertha I still CNT believe u gone,things

Recently Viewed Topics




© 2015