"রাজশাহী তে চালু হতে - TopicsExpress



          

"রাজশাহী তে চালু হতে যাচ্ছে টেলিটক থ্রিজি" রাজশাহী মহানগরীতে অচিরেই চালু হচ্ছে টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা। থ্রিজি সেবা চালু করতে সরকারিভাবে সব প্রস্তুতি শেষ করতে কাজ চলছে। এরই মধ্যে নগরের বিটিসিএল চত্বরে টাওয়ার বসানো হয়েছে। এ সেবা চালু করতে দরকারি অন্য প্রযুক্তিগুলো বসানো হয়েছে। থ্রিজি নেটওয়ার্ক বসানোর দায়িত্বে থাকা এমএম করপোরেশনের বিভাগীয় প্রকৌশলী নাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। টেলিটকের সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) খোরশেদ আলম জানান, এ মুহূর্তে রাজশাহীতে ২.৫ জি নেটওয়ার্ক চালু আছে। থ্রিজি চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে। পুরাতন যন্ত্রপাতিগুলো অন্য বিভাগে পাঠানো হয়েছে। সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই তারা থ্রিজি চালু করতে পারবেন। এই সুখবরে রাজশাহী সদরের প্রযুক্তিপ্রেমী মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম অত্যন্ত উৎফুল্ল হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। থ্রিজি চালুর পর স্থানীয় কাস্টমার কেয়ার আর টেলিটক সার্ভিস পয়েন্টে থ্রিজি সিম আর মডেম বিক্রি শুরু হবে। এছাড়াও টুজি সিম বা বর্তমান টেলিটক গ্রাহকরা এসএমএস এর মাধ্যমে থ্রিজি তে মাইগ্রেট করতে পারবেন। এমএম করপোরেশনের বিভাগীয় প্রকৌশলী নাহিদুর রহমান জানান, এরই মধ্যে ফাইবার অপটিক্যাল কেবল টানা ও টাওয়ার বসানোর কাজ শেষ হয়েছে। এখন আনুষাঙ্গিক কিছু কাজ বাকি আছে। সেগুলো দ্রুত শেষ করে রাজশাহীতে থ্রিজি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে রাজশাহী মহানগরীর মানুষ থ্রিজির সেবা পাবেন বলে জানা যায়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থ্রিজি সেবা চালু হতে পারে, পরবর্তীতে লাইসেন্স প্রাপ্তির পর কাভারেজ পুরোদমে বিস্তৃত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র আনিসুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঢাকায় টেলিটক থ্রিজি ব্যবহার করে আমি বিষ্মিত হয়েছি। কিন্তু রাজশাহী তে ফিরে আসলে এই গতি আর পাব না ভেবে খুব মন খারাপ হত। রাজশাহী তে টাকা দিয়েও প্রত্যাশিত গতির ইন্টারনেট সুবিধা নেই বললেই চলে। ৫ বছর আগে চালু হলেও ওয়াইম্যাক্স ঠিকমত শহরেই চালু হয়নি। আর তাদের সার্ভিসের করুণ অবস্থা তো মিডিয়া তেই আলোচিত হচ্ছে। সেখানে ঢাকায় চালু হয়ার ১ বছরের মধ্যেই আমার প্রিয় রাজশাহী তে টেলিটক থ্রিজি চালুর খবরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরো বলেন, টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ অল্প সময়েই যে উন্নতি করেছে তা এক কথায় অবিশ্বাস্য। ঢাকায় গিয়ে প্রত্যক্ষ ভাবে থ্রিজি ব্যবহার না করলে এর মজা আমি হাজার বললেও বুঝতাম না। যাদের আগে ঠিক মত ব্যালেন্স ও দেখা যেতনা, আজ তারাই অফার করছে আপটু ৪ এমবিপিএস! দেশের অপারেটর টির এই উন্নতি অবশ্যই প্রশংসনীয়। আশা করছি খুব শীঘ্রই টেলিটক তার থ্রিজি সেবা সব বিভাগ আর জেলায় যত দ্রুত সম্ভব চালু করবে।
Posted on: Fri, 12 Jul 2013 19:21:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015