★রোনালদো গালি দিলো মেসি - TopicsExpress



          

★রোনালদো গালি দিলো মেসি কে★ সকলেই অবগত যে রোনালদো যতটা না ভাল প্লেয়ার তার চেয়েও একজন ভাল মানুষ বাস্তব জীবনে ✔ গতকাল রাতে The SPORT Bible,The FOX Soccer ফেসবুক অফিসিয়াল পেজ সহ কিছু পেজ রোনালদোর নামে মিথ্যা আরটিকেল লিখেন।তারা বলেছেন যে রোনালদো নাকি মেসি কে মাদার**** বলে ডাকে মাদ্রিদের ড্রেসিং রুমে ও অন্যান্য প্লেয়ার যারা মেসির সাথে কথা বলে তারাও মাদার***। কিন্তুু এই আরটিকেল দেখে কিছু অশিক্ষিত বার্সা ফ্যন্স গতকাল রোনালদো কে অপমান করে।তাদের এতটুকু জানা উচিত ছিলো যে রোনালদো একজন ভালো ফুটবলার এর পাশাপাশি ভালো মানুষও। এই মিথ্যা ঘটনাটির পর রোনালদো তার অফিসিয়াল ফেছবুক পেজে জানিয়ে দেন যে তিনি মেসির মতন সম্মানজনক প্লেয়ারকে তিনি এটা কখনোই বলবেন না✔এমনকি কাওকে বলেন না। ক্রিসের ফেসবুক পোস্টটি দেওয়া হলো News is circulating that I allegedly made offending remarks regarding Lionel Messi. This is absolutely false and I have assured my lawyer takes action to sue those responsible. I have the utmost respect for all my professional colleagues, and Messi is obviously no exception. [এইসব গুজব কখনই বিশ্বাস করবেন না।পোস্টটি শেয়ার করে সবাইকে জানতে দিন।]
Posted on: Wed, 12 Nov 2014 12:36:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015