.......... সব ফ্যানদের প্রতি - TopicsExpress



          

.......... সব ফ্যানদের প্রতি বিশেষ অনুরোধ .......... টেলিটক লাইভে ফ্যানদের যেকোন পোস্টে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করা হয়। এছাড়া যেকোন পরামর্শ বা অভিযোগ থাকলে তাও টেলিটকের ওই বিভাগে আমাদের পরিচিত কর্মকর্তার কাছে পাঠানো হয়। সবার কাছে অনুরোধ, কোন সমস্যা বা অভিযোগ জানানোর পাশাপাশি সেটি যদি সমাধান হয় তাহলেও সেটিও জানাবেন। এতে আমরা নিশ্চিন্ত হই, আমরা তখন বুঝতে পারবো যে আমাদের অনুরোধ গুলো গুরুত্ব সহকারে নেয়া হয়। সমস্যা ছোট বড় যেমনই হোক, সমাধান হলে প্লিজ জানাবেন। ধন্যবাদ। :) - টেলিটক লাইভ এ্যাডমিনবৃন্দ
Posted on: Fri, 08 Nov 2013 21:17:59 +0000

Recently Viewed Topics




© 2015