1. Abase: সম্মান কমিয়ে - TopicsExpress



          

1. Abase: সম্মান কমিয়ে দেয়া। একটা বিল্ডিং এর সবার নীচ তলায় থাকে basement, আপনি খারাপ কোন লোক কে সকলের সামনে এমন অপমান করলেন যে তার সম্মান একেবারে বাসে base লেভেল এ নিয়ে আসলেন বা সম্মান কমিয়ে দিলেন। 2. Abate: প্রশমিত করা, কোন কিছুর তীব্রতা কমে যাওয়া। Abate শব্দটার bate এর দিকে খেয়াল করেন অনেক টা beat এর মত শুনতে beat মানে হল প্রহার করা বা মারা। এখন চিন্তা করেন কেউ যদি আপনাকে সবার সামনে ইচ্ছা মত পিটায় মানে Beat করে তাহলে আপনার যে অনেক সম্মান ছিল টা অনেক খানি কমে যাবে না? 3. Abbreviate: কোন কিছু কমানো, কোন কিছুর সংক্ষিপ্ত রুপ। শব্দটা New York এর abbreviate হচ্ছে NY, United এর Kingdom abbreviate হচ্ছে UK, Bangladesh এর abbreviate হচ্ছে BD 4. Elaborate: কোন কিছু বাড়ানো। খেয়াল করেন Abbreviate আর Elaborate শব্দটা শুনতে কিন্তু একইরকম কিন্তু অর্থের দিক থেকে কিন্তু পুরাই উলটা। মানে তারা দুইজন দুই ভাই কিন্তু তাদের মতের মিল নাই একজন যদি যায় ডানে আর একজন যায় বায়ে। কৃতজ্ঞতা : Ahsanul Hoque ভাইয়া
Posted on: Fri, 12 Sep 2014 13:23:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015