AUST ভর্তি পরিক্ষার নম্বর - TopicsExpress



          

AUST ভর্তি পরিক্ষার নম্বর বন্টন : সময় -১ঘন্টা ৪৫মিনিট ৪০০মার্ক্সের এক্সাম । এস.এস.সি এইচ.এস.সির জিপিএর ভিত্তিতে ৮০নম্বর এবং বাকি ৩২০ written exam. SSC+HSC- ( ৮*GPA + ৮*GPA)=৮০ নম্বর পদার্থ , রসায়ন , গণিত প্রতিটি বিষয় হতে ২০টি করে মোট ৬০টি M.C.Q এবং ইংরেজী বিষয় হতে আসবে ১০টি M.C.Q. পদার্থ , গণিত , রসায়ন এর প্রতিটি নৈব্যক্তিক এ ৫নম্বর করে মোট ৫*২০=১০০ । ইংরেজী বিষয়ের প্রতিটি নৈব্যক্তিক এ ২নম্বর করে ২*১০=২০ নম্বর । প্রতি বিষয়ে ১০০করে মোট ৩০০নম্বর এবং ইংরেজী ২০নম্বর এর পরিক্ষা অনুষ্ঠিত হবে । টোটাল- ১০০+১০০+১০০+২০=৩২০ নম্বর । প্রতি ভুল উত্তরে একটি সঠিক উত্তরের ২৫শতাংশ নম্বর কাটা যাবে । সেই হিসেবে পদার্থ , রসায়ন এবং গণিতে একটি ভূল উত্তরে ১.২৫নম্বর কাটা যাবে । আর ইংরেজীতে কাটা যাবে ০.৫০ নম্বর । স্প্রিং১৫ সেশনে এপ্লাই করার সর্বশেষ সময় ছিল -২২জানুয়ারি ২০১৫ ২৯জানুয়ারী ভর্তি পরিক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত পরিক্ষার্থীদের একটি শর্ট মেরিট লিস্ট দেওয়া হবে । শর্ট মেরিট লিস্টে স্থান পাওয়া পরিক্ষার্থীদের নিয়ে চূড়ান্ত পরিক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।
Posted on: Sun, 25 Jan 2015 06:48:07 +0000

Recently Viewed Topics




© 2015