※Analogy যেভাবে করতে হয় - TopicsExpress



          

※Analogy যেভাবে করতে হয় তার ব্যাখ্যা: >Soldier এর কাজের যন্ত্র হচ্ছে Weapon (অস্ত্র) >Courage (সাহস)এর প্রকার Virtue (গুন) >Request (অনুরোধ)তীব্রতর হলে Demand (দাবী) হয় >Stumble (হোচট) এর ফলে Fall (ভুপাতিত) হয় >Disapproval (অননুমোদন) এর লক্ষণ হলো Frown >Bird এর থাকার জায়গাকে Nest বলে >Liar এর বৈশিষ্ট্য হলো Falsehood >Caution এর অভাব হলো Reckless (বেপরোয়া) >Flow (প্রবাহ) কে থামানো হয় Dam (বাধ) দিয়ে >Library হলো Book এর জায়গা >Kite (ঘুড়ি) উড়ানো হয় wind এর সাহায্যে >Poem হলো Anthology কবিতা সংকলন এর অংশ >Sleep এর অভাব হলো Insomnia (অনিদ্রতা) >Pallar (ফ্যাকাশে) হলো color এর অভাব >অতিরিক্ত Dampen করলে Saturate হয় >Magazine এক প্রকার periodical (সাময়িকী) >Book হলো অনেক pages এর সমষ্টি >Volcano (আগ্নেয়গিরী) থেকে Lava বের হয় >Synonym হলো একই প্রকার Meaning >Audicious এর বিপরীত হলো Craven (ভীরু) >Laconic (স্বল্পভাষী) এর বিপরীত হলো Voluble >Indolent (অলস) লোক Work করে না >Modest লোক Boast (গর্ব ) করে না >Carpenter এর কাজের যন্ত্র Hammer >Expel করা হয় School থেকে >Banish (নির্বাসিত) করা হয় Country থেকে >Election এ Voter রা অংশ নেয় >Vindictive (প্রতিশোধপরায়ন) লোক Revenge চায় >Ship কে আটকিয়ে রাখে Anchor
Posted on: Tue, 25 Mar 2014 19:19:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015