Complementary: Tarique Rahman Senior Vice Chairman & Future Co- - TopicsExpress



          

Complementary: Tarique Rahman Senior Vice Chairman & Future Co- Chairman Bangladesh National Party (BNP), Mahbub Alam Shah Vice President Sessa Sebok Dol,Central Committee And President Malaysia Bangladesh National Party (BNP) & Ex Army Chief Lieutenant General Late President Mohammad Ziaur Rahman Freedom Fighter, Patriot & Only One Greatest Leader In Bangladesh Founder Chairman Bangladesh National Party (BNP) With Mohammad Ziaur Rahman. বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘিরে ভারত ও আওয়ামিলীগের গভীর ষড়যন্ত্রের বিস্তৃত জাল।স্বাধীন দেশে ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত , গণ হত্যার শিকার পরিবাদের পক্ষে আমাদের চেতনা কথা বলে না।যা এখনো চলছে। আমি মেজর জিয়া বলছি- বাংলার মানুষ ভিক্ষা চায় না,,বাংলার মানুষ মুক্তি চায়। আমিন আগে পদত্যাগ করুন।কারণ ইসলাম মহিলা রাষ্ট্রনায়ক সমর্থন করে না।তারপর না হয় মদিনাসনদের কথা ভাববেন।ভূতের মুখে রাম রাম।চোরের মার বড়গলা।মা দূর্গা গজে বসে ধরাতে আসায় এইবৎসর ফসল বেশীহয়েছে এইকথা বলার পরও শেখ হাসিনা নিজেকে মুসলমান দাবী করে কিভাবে?সেতো নিশ্চিত ১০০% একজন মুরতাদ।পৃথিবীর এক নিকৃষ্ট মিথ্যাবাদী মোনাফেক হাসিনা।জাহেল হাসিনা ইয়াহুদীদের দালাল তথা ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে।আল্লাহ্‌ তুমি মোনাফেকহাসিনাকে ধ্বংসকর।সবাই দোয়া করেন আল্লাহ জেন তারে হেদায়াত করে॥কথাই বলে চোরের মায়ের বড় গলা। হাসিনা যে আব্দুল্লাহ ইবনে উবাইএর বংশধর তাতে কোন সন্দেহ আগেথাকলেও মদীনাসনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলার পর আর কোন সন্দেহ রইল না।মিথ্যাবাদীদের মিথ্যা কথা শুনতে শুনতে লজ্জায় মন্তব্যকরতে আর ভালো লাগেনা,হাসিনা দিনেদুপুরে আমাদের সবারসাথে যাত্রা করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ, হাসিনা নাকি আমি কে অধিক বোকা ? তাহলে কোরআন সুন্নার আইন চালুকরেন না কেন?এইধরনের মিথ্যাতো মুনাফেকইবলে।আজদেশনেত্রী বিরুদ্দে মামলাদেন, উনি আদালতে হাজিরা দেন। আপনার মামলাগুলো কেন প্রত্যাহার করলেন ? সাহস থাকলে মামলা চালিয়ে যেতেন। একদিন আপনার এই মামলাগুলোর জীবন দেয়া হবে ইনশাআল্লাহ্‌। মদীনাসনদের নাম মুখে আনা অন্তত হাসিনাকে মানায় না... ভুলবেন না এটা হল তার নতুন কৌশল.. সতর্ক থাকবে কখন কি করে ফেরাউন।।।
Posted on: Sun, 23 Mar 2014 18:40:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015