[Daily Quiz] #86.4 আজ মার্কিন - TopicsExpress



          

[Daily Quiz] #86.4 আজ মার্কিন নভোচারী ও বৈমানিক নিল আর্মস্ট্রং (NeilArmstrong) – এর ৮৪তম জন্মবার্ষিকী। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি ১৯৩০ সালের ৫ আগস্ট আমেরিকার ওহাইওতে জন্মগ্রহন করেন। নভোচারী হওয়ার আগে আর্মস্ট্রং মার্কিন নৌবাহিনীর বৈমানিক ছিলেন। ১৯৬২ সালে তিনি নাসা’র নভোচারী নির্বাচিত হন। তাঁর প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ সালে জেমিনি ৮ (Gemini 8) নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট (David Scott) মিলে সর্ব প্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন। আর্মস্ট্রং-এর দ্বিতীয় মহাকাশ মিশন ছিল এপোলো-১১ (Apollo 11) -এর মিশন কমান্ডার হিসাবে। ১৯৬৯ সালের ২৬ জুলাই সহযাত্রী এডউইন অলড্রিন (Edwin Aldrin) -কে সঙ্গে নিয়ে নিল আর্মস্ট্রং চাঁদের মাটিতে অবতরণ করেন এবং প্রায় আড়াই ঘন্টা সেখানে অবস্থান করেন। অ্যাপোলো ১১ এর পরে আর্মস্ট্রং আর মহাকাশ অভিযানে যান নাই। এই চিরস্মরনীয় ব্যক্তিত্ব ২০১২ সালের ২৫ আগষ্ট ওহাইওতে মৃত্যুবরন করেন। মার্কিন নৌবাহিনীর বৈমানিক হিসেবে নিল আর্মস্ট্রং কোন যুদ্ধে অংশ নিয়েছিলেন? ক. কোরীয় যুদ্ধ (Korean War) খ. কঙ্গো ক্রাইসিস (Congo Crisis) গ. ভিয়েতনাম যুদ্ধ (Vietnam War) ঘ. ব্ল্যাক সেপ্টেম্বর ইন জর্ডান (Black September in Jordan)
Posted on: Tue, 05 Aug 2014 11:15:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015